নেইমারদের মাথায় ভাঙা ডিম!

নেইমারদের মাথায় ডিম! কে মারল, কেন মারল? মেরেছেন নেইমাররা নিজেরাই! কাল ছিল সতীর্থ ফাগনারের জন্মদিন। মাঠে কেক ছিল না। তবে ছিল কেক বানানোর দুই উপকরণ ময়দা ও ডিম! এই দুই উপকরণ দিয়েই প্রথমে ফাগনারকে রীতিমতো গোসল করানো হলো। ফাগনারের মাথায় চলল সম্মিলিত ডিমভাঙা উৎসব। এরপর বাকিরাও সুযোগ বুঝে ডিম মারলেন এর-ওর মাথায়! নিজেকে ডিম মিসাইলের হাত থেকে বাঁচাতে কী কষ্টটাই না করতে হয়েছে নেইমারদের। কিন্তু কেউ ছাড়া পায়নি। কিছু ডিম দিয়ে আঘাত হেনেছে পিঠেও!

ব্রাজিল দল কতটা নির্ভার, কতটা আত্মবিশ্বাসী, কতটা ‘দল’ হয়ে উঠেছে; এই ডিম নিক্ষেপ উৎসব সেটারও প্রমাণ হয়ে থাকল। ছবিতে দেখে নিন:

ফাগনারের মাথায় ডিম ভেঙে জন্মদিন উদ্‌যাপনে মেতেছেন নেইমাররা। ছবি: এএফপি
না, নেইমার, থিয়াগো সিলভা, উইলিয়ান কেউই হাডুডু খেলছেন না। এ ছিল ফাগনারকে ডিম ছোড়ার খেলা। ছবি: এএফপি
শেষ পর্যন্ত ডিম থেকে রক্ষা পেলেন না নেইমারও। ছবি: এএফপি
নিজের গড়া ফাঁদে নিজেই আটকে গেলেন নেইমার। ছবি: এএফপি
দেশে ডিম বুঝি এতই সস্তা! এমন কিছুই হয়তো ভাবছিলেন কুতিনহো! ছবি: এএফপি
কোথায় ফুটবল আর কোথায় ডিম! তবু ফুটবলের বদলে আজ ডিমকেই হেড করতে হয়েছে ফাগনারকে। ছবি: এএফপি
মিশন সাকসেসফুল এমন কিছুই হয়তো বলছিলেন নেইমার-মার্সেলো। ছবি: এএফপি