নিখোঁজ ফুটবলারকে খোঁজার আকুতি মেসির

লিওনেল মেসি। ছবি: টুইটার
লিওনেল মেসি। ছবি: টুইটার

ঘটনার পাঁচ দিন হয়ে গেল। তবু খোঁজ মেলেনি এমিলিয়ানো সালার। তাঁর জন্য শোক চলছে ফুটবল দুনিয়ায়। এদিকে সালার খোঁজ না পেয়ে উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে গার্নসে পুলিশ। লিওনেল মেসি তাই চুপ করে থাকতে পারলেন না। নিজ দেশের ফুটবলারের বিমান দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার ঘটনা নাড়া দিয়েছে বার্সেলোনা তারকাকেও। উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন এই আর্জেন্টাইন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি বলেন, ‘যখন সামান্য সম্ভাবনা আর ন্যূনতম আশাও আছে, তাঁর উদ্ধার কার্যক্রম বন্ধ না করা হোক। তাঁর পরিবার ও বন্ধুদের পাশে আছি আমি।’ মেসির জাতীয় সতীর্থ সার্জিও আগুয়েরোও আহ্বান জানিয়েছেন খোঁজাখুঁজি চালিয়ে যাওয়ার। ম্যানচেস্টার সিটি তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘খোঁজ করা বন্ধ করো না।’

সালার বোন রোমানিয়া কার্ডিফে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দয়া করে অনুসন্ধান করা বন্ধ করবেন না। আপনারা চেষ্টা করেছেন সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু দয়া করে অনুসন্ধান বন্ধ করবেন না।’ বেলজিয়াম ও বরুসিয়া ডর্টমুন্ডের তারকা ফুটবলার উইটসেলও একই দাবি জানিয়েছেন। এমনকি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিয়ো মাকরি পর্যন্ত নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রীকে ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এমিলিয়ানো সালার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে নঁতে সমর্থকেরা। ছবি: টুইটার

এদিকে সালার খোঁজ বন্ধ করায় হতাশ কার্ডিফ সিটি। ক্লাবটি নিজেদের গভীর দুঃখ ও সমবেদনার কথা জানিয়েছে। নঁতে থেকে কার্ডিফ সিটিতে যোগ দেওয়ার পরও সালার জন্য শুভকামনার কোনো কমতি দেখায়নি ফরাসি ক্লাবটি। নঁতের পক্ষ থেকে উদ্ধার অভিযান স্থগিত না রাখার অনুরোধ জানানো হয়েছে।এর আগে আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও ২৮ বছর বয়সী এই ফুটবলারের নিখোঁজ হওয়ার ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করেন।

কর্তৃপক্ষ এখনো সালাকে বহনকারী পাইপার পিএ-৪৬ মালিবু জেটের খোঁজ পেতে সক্ষম হয়নি। নতুন ক্লাব কার্ডিফ সিটিতে যেতে ফ্রান্স থেকে সোমবার রাতে রওনা ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয় সালাকে বহনকারী বিমান।