কেইনের গোলে হার এড়ায় ইংল্যান্ড
কেইনের গোলে হার এড়ায় ইংল্যান্ড

নাৎসি স্যালুট ও হোটেলে আগুনের পর কেইনের ‘৫০’

অ্যালিয়াঞ্জ অ্যারিনায় এ ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষের শঙ্কা ছিল। পরিচয় গোপন করে জার্মান সমর্থকদের গ্যালারির টিকিট কিনেছেন ইংরেজ সমর্থকেরা, গোলমাল লাগাটা তাই অস্বাভাবিক কিছু ছিল না।

ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটও নিজেদের দর্শকেরা কেমন আচরণ করবে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত তাঁর শঙ্কাই সত্যি হলো।

গ্যালারিতে তেমন কিছু না ঘটলেও মাঠের বাইরে নাৎসি স্যালুট দেওয়ায় গ্রেপ্তার হয়েছেন দুই ইংরেজ সমর্থক। আর মাঠে? হেরেই যেত ইংল্যান্ড। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডকে ১-১ গোলের ড্র এনে দিয়েছেন হ্যারি কেইন।

জার্মানি নারী দলের জার্সি পরে ম্যাচটা খেলেছেন টমাস মুলার–নয়্যাররা। মেয়েদের ইউরো সামনে রেখে জার্মানি নারী জাতীয় দলকে সমর্থন দিতে অভিনব এই পরিকল্পনা করা হয়।

মিউনিখে নেশনস লিগ কাল রাতে ‘এ৩’ গ্রুপের এই ম্যাচে টানা দ্বিতীয় হার থেকে বেঁচে গেছে ইংল্যান্ড। আগের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ৬০ বছরের মধ্যে প্রথম হারের পর অ্যালিয়াঞ্জ অ্যারিনায়ও হারের পথে ছিল সাউথগেটের দল।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫০ মিনিটে জোরালো নিচু শটে জার্মানিকে এগিয়ে দেন বরুসিয়া মুনশেনগ্লাডবাখ মিডফিল্ডার জোনাস হফমান। একটু ঢিলেঢালা খেলেও সুযোগ পেয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে বুকায়ো সাকো অল্পের জন্য গোল পাননি। বল গোলপোস্টের ইঞ্চিখানেক দূরত্ব দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

জার্মানি নারী জাতীয় দলের জার্সি পরে ম্যাচটি খেলেছেন রুডিগার–গোর্তেকরা। ম্যাচ শেষে একটি মুহূর্ত

ম্যাসন মাউন্ট ও হ্যারি কেইনকে রুখে দেন জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। ৮৮ মিনিটে গিয়ে সমতাসূচক গোলের দেখা পায় ইংল্যান্ড। জার্মানির ফাউলের শিকার হন কেইন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার পর স্পটকিক থেকে সমতাসূচক গোলটি করেন টটেনহাম তারকা। ইংল্যান্ডের হয়ে এটি কেইনের ৫০তম গোল। ৫৩ গোল নিয়ে তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু ওয়েন রুনি।

দুই ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ৩ টেবিলের তিনের জার্মানি। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড। সেসেনায় হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইতালি। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি।

ড্রয়ের পর ইংল্যান্ড স্ট্রাইকার কেইন বলেছেন, ‘আমরা জার্মানির খুব ভালো দলের বিপক্ষে খেলেছি। শেষ আধঘণ্টায় আমরা সেরা খেলাটাই খেলেছি। ১-০ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোটা ইতিবাচক ফল।’

মিউনিখে ইংরেজ সমর্থকদের একাংশ

ইউরোপে শক্তিধর এ দুই দল মুখোমুখি হওয়ার আগে মিউনিখ সিটি সেন্টারে নাৎসি স্যালুট দেওয়ার জন্য গ্রেপ্তার হন ইংল্যান্ডের দুই সমর্থক। জার্মানিতে নাৎসি স্যালুট নিষিদ্ধ। সিটি সেন্টারের হোটেলে এক ইংরেজ সমর্থক আগুন জ্বালানোয় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং হোটেল ধোঁয়ায় ভরে যায়। ফায়ার সার্ভিস আসার পর পরিস্থিতি শান্ত হয়।

মিউনিখের বিখ্যাত এক বিয়ার সংরক্ষণাগারে প্রায় ৩০০ ইংল্যান্ড সমর্থক হট্টগোল করায় পুলিশও ডাকা হয়। ম্যাচের আগে ইংল্যান্ড কোচ সাউথগেট বলেছিলেন, মিউনিখে যাওয়া সমর্থকদের আচরণ যেন আমাদের ‘লজ্জায় না ফেলে।’

মিউনিখে ইংরেজ সমর্থকদের হোটেলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল

অফিশিয়ালি ৩,৪৬৬ টিকিট বরাদ্দ ছিল ইংল্যান্ড সমর্থকদের জন্য। কিন্তু পরিচয় গোপন করে আরও প্রায় দুই হাজার সমর্থক জার্মানির গ্যালারিতে টিকিট কিনেছেন বলে ম্যাচের আগে জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম।