>বেশি দিন বেকার থাকতে হচ্ছে না হোসে মরিনহো কে। গত মাসে ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হওয়া মরিনহো চাকরি পেয়েছেন টিভি বিশেষজ্ঞ হিসেবে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ উপলক্ষে ফরাসি চ্যানেল বিইন স্পোর্টসের বিশ্লেষক হিসেবে কাজ করবেন তিনি।
এবারের বড়দিনটা বেশ তিতকুটে কেটেছে মরিনহোর। বছরের সবচেয়ে বড় উৎসবের ঠিক আগের সপ্তাহে চাকরি হারালে মন কীভাবেই-বা ভালো থাকে! কিন্তু বেশি দিন মন খারাপ থাকছে না মরিনহোর, চাকরি পেয়েছেন। তবে নতুন কোনো ক্লাবের ম্যানেজার হিসেবে নয়, টিভিতে ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে। এশিয়ান কাপ উপলক্ষে কাতারের চ্যানেল বিইন স্পোর্টসের ক্রীড়া বিশ্লেষক হিসেবে কাজ করবেন তিনি।
জানুয়ারির ৫ তারিখ থেকে ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া এই টুর্নামেন্টের দলগুলোর কৌশল, শক্তিমত্তা, খেলোয়াড়দের পারফরম্যান্স—ইত্যাদি নিয়ে আলোচনা করবেন মরিনহো। দক্ষিণ কোরিয়ার হিউং মিন সন, জাপানের তাকাশি ইনুই আর মায়া ইয়োশিদার মতো খেলোয়াড়দের খুঁটিনাটি বিশ্লেষণ করবেন তিনি। ফেব্রুয়ারির এক তারিখে শেষ হবে এশিয়ান কাপ, অর্থাৎ বলা যায় অন্তত সামনের দুই সপ্তাহ চাকরি নিয়ে মরিনহোকে আর চিন্তা করতে হবে না!
এদিকে জানা গেছে, চুক্তি শেষ হওয়ার আগেই মরিনহোকে ছাঁটাই করার কারণে মরিনহোকে বেশ বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ মিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ পেয়ে এখনই মরিনহো অন্য কোনো ক্লাবে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন না। তাই কিছুদিন আগে পর্তুগিজ ক্লাব বেনফিকার কোচ হওয়ার প্রস্তাব পেলেও ‘না’ করে দিয়েছেন তিনি। এদিকে শোনা যাচ্ছে, আবারও মরিনহোকে রিয়াল মাদ্রিদের কোচ করে নিয়ে আসার পরিকল্পনা করছেন দলটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের অধিনায়ক সার্জিও রামোসও মরিনহোকে নিজেদের গুরু হিসেবে পেতে আগ্রহী। তবে চলমান মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত মরিনহো অন্য কোনো দলের ম্যানেজার হওয়ার ঝুঁকি নিচ্ছেন না, এমনটা বলা যেতে পারে। যদিও মরিনহো অন্য ক্লাবের কোচ হতে চাইলে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বাধা দেওয়া হবে না, এমনটাই জানিয়েছে ক্লাবের এক নির্ভরযোগ্য সূত্র।