>
সেই ১৯৯৩ সালের পর কোপা জেতেনি আর্জেন্টিনা। চারবার কোপা খেলেও শিরোপাহীন থেকেছেন মেসি-আগুয়েরোরা। সম্মানজনক এই ট্রফি জেতার আরেকটি সুযোগ। কোপার আসরে কোন জার্সি পরে খেলবেন তাঁরা? আসুন দেখে নেওয়া যাক!
মেসি, আগুয়েরো, ডি মারিয়া, হিগুয়েইন, মাচেরানো, তেভেজদের সময়টাকে বলা হতো আর্জেন্টিনার সবচেয়ে প্রতিভাবান যুগ। দলে প্রতিভার ছড়াছড়ি থাকলেও প্রতিভার প্রতি সুবিচার করে বৈশ্বিক বা মহাদেশীয় আসরগুলোয় শিরোপা আনতে পারেননি তারা। বিশ্বকাপ, কোপার আসরগুলো থেকে ফিরতে হয়েছে রিক্ত হাতে। তেভেজ-মাচেরানোরা তো ব্যর্থ হতে হতে অবসরই নিয়ে ফেলেছেন। মেসি, আগুয়েরো, হিগুয়েইন, ডি মারিয়ারাও খুব শিগগির অবসর নিয়ে ফেলবেন।
তার আগে জাতীয় দলের হয়ে কিছু জেতার সুযোগ তাঁরা আরও একেবার পাচ্ছেন। এই জুনে কোপা আমেরিকার আসর। এই আসরে মেসি-আগুয়েরোরা কোন জার্সি পরে মাঠে নামবেন? এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো কোপায় আর্জেন্টিনার জার্সির ছবি ‘ফাঁস’ করে দিয়েছে।
যথারীতি আকাশি-নীলের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে আর্জেন্টিনার এই জার্সিটাও। তবে জার্সির দাগগুলো সংখ্যায় স্বাভাবিকের তুলনায় একটু কম। আবার দাগগুলো সোজাও নয়। বরং একটু আঁকাবাঁকা। এই আঁকাবাঁকা দাগগুলোই অন্যান্য জার্সি থেকে আর্জেন্টিনার এই জার্সিকে দিয়েছে অভিনবত্ব। অভিনবত্ব পাওয়ার পাশাপাশি জার্সিটা অমরত্বও পেয়ে যেতে পারে, যদি অবশেষে এই জার্সি পরে মেসি-আগুয়েরোরা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারেন!
১৪ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা প্রথম মাঠে নামবে ১৫ তারিখে, কলম্বিয়ার বিপক্ষে।