ফটো গ্যালারি

তুলির আঁচড়ে, গ্রাফিতিতে আগেই হাজির বিশ্বকাপ

এখনো পাঁচ মাসের বেশি বাকি। ফুটবল বিশ্বকাপের ৩২টি দল এখনো ঠিক হয়নি। কিন্তু কাতার বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শুরুর পথে সেটা কোনো বাধা নয়। গত ১২ মে, দুবাইয়ে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের সূচনা হয়। ৫১টি দেশ ঘোরার পথে ৮ জুন বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশের মানুষেরা একদম হাতছোঁয়া দূরত্বে আবার দেখতে পাবেন সেই আরাধ্য ট্রফিকে, যার একটি স্পর্শের জন্য কাঙাল লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা।

মানুষের ফুটবল প্রেমে আরও দোলা দিতে চায় কোকা-কোলা। এ জন্য শিল্পীর রংতুলির সাহায্য নিচ্ছে তারা। একদল দেশীয় চিত্রশিল্পী নিয়ে বনানী ১১ ও গুলশান সংযোগ সেতুর পাশে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিসার্স কোয়াটার্সের ১২ হাজার স্কয়ার ফুট দেয়ালে গ্রাফিতির কাজ চলছে। প্রথম আলোর বিশেষ ফটোসাংবাদিক শামসুল হক-এর ক্যামেরায় উঠে এসেছে রঙে রঙে ফুটবল উৎসবের বিভিন্ন দৃশ্য।

ফুটবল মানেই তো শিল্প। আর সে শিল্পটাই অন্য রূপে ধরা দিচ্ছে তুলির আঁচড়ে
দেয়ালে এ কার ছায়া? শাহরুখ খান নয়তো? ফুটবলের প্রতি বলিউড তারকার আগ্রহের কথা তো অজানা নয় কারও
কাকে আঁকছেন শিল্পী? মেসি, ম্যারাডোনা, নেইমার, রোনালদো? নাকি মনের মাঝে লুকিয়ে থাকা কৈশোরের সেই ফুটবলারকে?
ভালোবাসি ফুটবল—না বললেও হয়তো চলত
ফুটবলের অন্যতম সেরা দৃশ্য। বাইসাইকেল কিকের পর বল চলে যাচ্ছে জালে...গোল!
ফুটবল তো আর শুধু স্ট্রাইকারদের খেলা নয়। গোলকিপারদেরও যে কিছু বলার থাকে এখানে। গ্রাফিতিতে তাঁরাও আছেন সগৌরবে।
কেউ ড্রিবল করছেন, কেউ দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিচ্ছেন, কেউ ঠেকাচ্ছেন গোল। এক ক্লিকেই ফুটবলের পুরো গল্প।
...এবং কাবাব মে হাড্ডি হয়ে হাজির রেফারি। বলা নেই কওয়া নেই, লাল কার্ড!
একটু পরই সব কৌটা খালি হবে, গ্রাফিতি হয়ে মন ভরাতে জায়গা হবে এই দেয়ালে।