জয়ের নায়ক বেয়ারস্টোর সঙ্গে বেন স্টোকস
জয়ের নায়ক বেয়ারস্টোর সঙ্গে বেন স্টোকস

ট্রেন্ট ব্রিজের জয়ে ‘ভাষাহীন’ স্টোকস

অবিশ্বাস্য? সে তো বটেই। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসেরই বিশ্বাস হচ্ছে না। ট্রেন্ট ব্রিজে কাল যা ঘটেছে, তা আর কখনো দেখা যাবে না বলেই মনে করেন স্টোকস।

তবে ইংল্যান্ড অধিনায়ক একটা কিন্তু রেখে দিয়েছেন। সেখানেও আত্মবিশ্বাসের কী ঝংকার! ট্রেন্ট ব্রিজের মতো কোনো কিছু শুধু ইংল্যান্ডের পক্ষেই করে দেখানো সম্ভব বলে মনে করেন স্টোকস।

টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ২৯৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। ব্যাট করার জন্য ন্যূনতম ৭২ ওভার পাওয়া যেত। ইংল্যান্ড এই লক্ষ্য তাড়া করেছে ৫০ ওভারে। ৫ উইকেটের অসাধারণ এ জয়ে সবচেয়ে বড় অবদান ৯২ বলে ১৩৬ রান করা জনি বেয়ারস্টোর। তাঁর টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং ও স্টোকসের ৭০ বলে অপরাজিত ৭৫ রানে নিজেদের শক্তির পরিচয়ও দিয়েছে ইংল্যান্ড দল।

অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন জনি বেয়ারস্টো

স্টোকস এর আগেও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন। ২০১৯ বিশ্বকাপ ফাইনাল ও তার কয়েক সপ্তাহ পর লিডস টেস্টে খেলেছেন স্মরণীয় সেই ইনিংস...কিন্তু তাঁর কাছে ট্রেন্ট ব্রিজের জয়ই সেরা, ‘হ্যাঁ, এটাই সেরা। এ জয়ের কাছে হেডিংলি, লর্ডস ও বিশ্বকাপ ফাইনাল পাত্তা পাবে না। এটা অবিশ্বাস্য।’

জয়টা কত অবিশ্বাস্য, তা বোঝাতে ভাষার সংকটেও পড়েছেন স্টোকস, ‘কী দেখলাম তা বোঝাতে সঠিক শব্দ খুঁজছি। সকালে ১৫ ওভার বল করতে হয়েছে, এরপর আমরা কীভাবে টেস্টের পঞ্চম দিনে ২২ ওভার হাতে রেখে ২৯৯ রান তাড়া করে জিতলাম, তা নিজেই বুঝতে পারছি না। এমন কিছু আর কখনো দেখা যাবে না কিংবা দেখা গেলেও হয়তো আমরাই করে দেখাব। দলে এমন খেলোয়াড় থাকলে আকাশই সীমানা।’