দানি আলভেজ। বার্সেলোনায় যখন খেলতেন
দানি আলভেজ। বার্সেলোনায় যখন খেলতেন

টাকাপয়সার কথা ভুলে বার্সায় ফিরতে চান আলভেজ

অলিম্পিকে সোনা জিতে ফেরার পরই সিদ্ধান্তটা নেন দানি আলভেজ। আপাতত আর কোনো দলের হয়ে খেলবেন না। সাও পাওলোর কাছে ৩০ লাখ ইউরো বকেয়া ছিল। ক্লাব শোধ করতে গড়িমসি করায় সম্পর্ক ছিন্ন করেন ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে। সেটি গত মাসের ঘটনা। ফুটবল ইতিহাসে শিরোপা জয়ের দিক থেকে সবচেয়ে সফল খেলোয়াড়টি এর পর থেকেই ক্লাববিহীন। কিন্তু এভাবে আর কত দিন! ৩৮ বছর বয়সেও আলভেজ তাই ফিরতে চাইলেন বার্সেলোনায়—যে ক্লাবে নিজেকে তৈরি করেছেন ইতিহাসের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে।

সেভিয়া থেকে বার্সায় নাম লিখিয়েছিলেন আলভেজ
 ফাইল ছবি

দেশ ও ক্লাবের হয়ে ৪৩ ট্রফিজয়ী আলভেজের চমকপ্রদ এ খবর দিয়েছে কাতালুনিয়ার রেডিও এসপোর্ত৩। জানুয়ারিতে তিনি বার্সায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সে ইচ্ছা জানিয়েছেন ক্লাবটিকে। সে সময় সাও পাওলোর সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে আলভেজের। মাদ্রিদের সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, কাতালান সংবাদমাধ্যম বার্সায় আলভেজের ফেরার কোনো সম্ভাবনা দেখছে না।

এসপোর্ত৩-এর ‘ওনজে’ অনুষ্ঠানে জানানো হয়, এ সপ্তাহে বার্সেলোনার সঙ্গে যোগাযোগ করেছেন আলভেজ। ১ জানুয়ারিতে তিনি ক্যাম্প ন্যুর ক্লাবটিতে যোগ দিতে চান। আলভেজ নাকি বার্সাকে বলেছেন, পারিশ্রমিক কোনো সমস্যা নয়। ‘কম বেতন’-এর শর্তেও বার্সায় ফিরতে রাজি। কাতালান ক্লাবটি তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। আলভেজের এই প্রস্তাবের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বার্সা।

দানি আলভেজ

এদিকে আর্থিকভাবে বাজে অবস্থায় রয়েছে বার্সা। মাঠেও সময়টা ভালো যাচ্ছে না। এসব বুঝে ও নিজের বয়সে তাকিয়েও হয়তো কম বেতনের কথা বলেছেন আলভেজ, যেন ইতিবাচক সিদ্ধান্ত নিতে দুই পক্ষেরই কোনো অসুবিধা না হয়।

বয়স হয়ে যাওয়ায় ডান প্রান্ত দিয়ে আগের মতো সেই ক্ষিপ্রতা নেই আলভেজের। লিওনেল মেসির সঙ্গে বল আদান-প্রদান করে আক্রমণ গড়ার যে জুটি একসময় গড়েছিলেন, তা আর দেখার সুযোগ নেই। বরং এভাবে বলা যায়, আলভেজ বার্সায় ফিরলে স্কোয়াডে অন্তত অভিজ্ঞতার কোনো অভাব হবে না।

বার্সেলোনায় ফিরতে চান আলভেজ

২০১৬ সালে বার্সা ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার আগে আট মৌসুম এই ক্লাবে ছিলেন এই ব্রাজিলিয়ান। বার্সার সোনালি সময়ে ছয়বার লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনবার।

সাও পাওলোর সঙ্গে সম্পর্কচ্ছেদের পর ফ্লামেঙ্গো তাঁর প্রতি আগ্রহী ছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আলভেজ আগেই বলে দেন, ‘বছরের বাকি সময়ে আমি অন্য কোনো ক্লাবে যোগ দিচ্ছি না।’ এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন, ‘টাকা নয়, এর সঙ্গে মূল্যবোধ ও ব্যক্তিত্ব জড়িত।’ বার্সা ছেড়ে জুভেন্টাসে এক মৌসুম ছিলেন আলভেজ। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে সিরি ‘আ’ ও কোপা ইতালিয়া জিতেছেন। এরপর পিএসজিতে দুই মৌসুম থেকে ২০১৯ সালে যোগ দেন সাও পাওলোয়।