ঝড়ে বিলবোর্ড মাঠে এসে পড়েছে
ঝড়ে বিলবোর্ড মাঠে এসে পড়েছে

ঝড়-বৃষ্টির চোখ রাঙানো শেষে বসুন্ধরা কিংসের খেলা শুরু

আজ বিকেল পাঁচটায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মোহনবাগান ক্লাবের মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস। কিন্তু ১২ মিনিট খেলা হওয়ার পর ঝড় ও প্রচণ্ড বৃষ্টির কারণে ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে ঝড়=বৃষ্টির চোখ রাঙানো শেষে আবার শুরু হয়েছে খেলা। মাঝে খেলা বন্ধ ছিল প্রায় ৩৫ মিনিট।

এর আগে ম্যাচে ৫ মিনিট খেলা হওয়ার পর শুরু হয় ঝড়-বৃষ্টি। ঝড়ে পৃষ্ঠপোষক কোম্পানির বিলবোর্ড উড়ে এসে মাঠ পড়ে। এর পরেও খেলা চালিয়ে নিতে চেয়েছিলেন রেফারি। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলাটি স্থগিত করা হয়। আবহাওয়া খেলা চালিয়ে যাওয়ার উপযোগী কি না তা পর্যবেক্ষণে করেন রেফারি ও ম্যাচ কমিশনার। শেষ পর্যন্ত তাঁদের সবুজ সংকেতে আবার শুরু হয়েছে খেলা।

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কিংস। মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় রিমন হোসেন ও নুহা মারংয়ের পরিবর্তে চিনেদু ম্যাথিউ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে কিংস আর মোহন বাগান ৪-২ গোলে হেরেছে গোকুলাম কেরালার বিপক্ষে।