জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার জন্য জামাল ভূঁইয়া ডেনমার্ক থেকে ঢাকায় ফিরেছেন কাল। বাংলাদেশ দলের অধিনায়কের সঙ্গে কাল ঢাকায় এসেছেন কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। বিদেশি কোচিং স্টাফের সবাই কোয়ারেন্টিনে থাকলেও আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছেন জামাল।
ঢাকায় পা দেওয়ার পরই জামালের করোনা পরীক্ষা করানো হয়েছে। নেগেটিভ আসায় বাফুফে আজই জামালকে অনুশীলন মাঠে নামার অনুমতি দিয়েছে। করোনা পরীক্ষা করানো হয়েছে জেমি ডেসহ অন্য কোচদেরও। তাদেরও করোনা নেগেটিভ এসেছে। কিন্তু সরকারি নির্দেশনা অনুসারে কোচিং স্টাফের সবাই রোববার পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবেন।
গত মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হতেই ডেনমার্কে ফিরে যান জামাল। সেখানে নিজের উদ্যোগে অনুশীলন করেছেন। কিন্তু এখানে দলের সঙ্গে অনুশীলনে নিজেকে মানিয়ে নেওয়ার অপেক্ষায়, ‘প্রথম দিন অনুশীলনে নামলাম। বেশ ভালো লাগছে। যদিও এখানে ডেনমার্কের তুলনায় অনেক গরম। ওখানে নিয়মিত তাপমাত্রা ১০ ডিগ্রি। এত দ্রুত দলের অনুশীলনে মানিয়ে নেওয়া যাবে না। যেহেতু অনেক দিন কঠোর অনুশীলনের বাইরে ছিলাম। এ জন্য এখানে মানিয়ে নিতে একটু সময় লাগবে।’
ডেনমার্কে এত দিন নিজের উদ্যোগে অনুশীলন করেছেন। কিন্তু এখানে দলের সঙ্গে অনুশীলনে নেমে স্বস্তি ঝরল জামালের কণ্ঠে, ‘আমি এখন শতভাগ ফিট না। নিজের উদ্যোগে জিমে অনুশীলন আর রানিং করেছি। কিন্তু এখানে দলের সবার সঙ্গে অনুশীলন করাটা আলাদা একটা ব্যাপার। দলীয় বোঝাপড়ার বিষয়টা একার অনুশীলনে পাওয়া যায় না।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের আগে এই প্রস্তুতি ম্যাচ যথেষ্ট কাজে লাগবে বললেন জামাল, ‘কাতার ও ভারতের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের আগে ভুটানের বিপক্ষে খেলেছিলাম। ওটা আমাদের কাজে দিয়েছিল। এবারও আশা করি এই প্রস্তুতি ম্যাচ আমাদের কাজে দেবে।’
নেপালের বিপক্ষে জয়ের আশা করছেন জামাল, ‘আমাদের এবার অবশ্যই ভালো পারফরম্যান্স করতে হবে। এটা না করলে মানুষ বলবে এই জাতীয় দলটা খারাপ। ওরা পারফর্ম করতে পারে না। আমরা আমাদের সেরা দিয়ে চেষ্টা করব। আশা করি আমরা জিততে পারব।’
সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, কলকাতা মোহামেডানে যোগ দিতে পারেন জামাল। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো স্পষ্ট উত্তর দেননি, ‘ওখানে যাওয়ার ব্যাপারটা অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে। আমি এখনো কোনো চুক্তির প্রস্তাব পাইনি। ওদের কাছ থেকে প্রস্তাব এলে তখন এটা নিয়ে কথা বলা যাবে।’