কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে পিএসজি-রিয়ালের দলবদল নাটক শেষ ক’দিন আগেই। রিয়ালকে খালি হাতে ফিরিয়ে পিএসজিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
এমবাপ্পে-কাহিনির পর জিনেদিন জিদানের সম্ভাব্য আগমনের খবরেই সরগরম ছিল পিএসজি-পাড়া। কিন্তু বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, পিএসজিকে না বলে দিয়েছেন তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ। পিএসজিও জিদানকে না পেয়ে হাত বাড়িয়েছে নিসের ম্যানেজার ক্রিস্তফ গালতিয়েরের দিকে।
মোদ্দা কথা হলো, জিদানকে পাওয়ার জন্য পিএসজির আগ্রহের কমতি ছিল না, অন্তত এটাই জানত সবাই। কিন্তু গত রাতে ফরাসি গণমাধ্যম লা পারিসিয়েন ও স্পেনের মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি যা বলেছেন, তাতে পুরো ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হতে বাধ্য। খেলাইফি জানিয়েছেন, জিদানকে দলে চাওয়া তো দূর, এ নিয়ে রিয়ালের সাবেক কোচের সঙ্গে কোনো কথাই বলেনি পিএসজি!
আর দশজন ফুটবলপ্রেমীর মতো খেলাইফি নিজেও জিদানের সামর্থ্যের অনুরাগী। কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতেই জিদানকে পছন্দ করেন।
কিন্তু পিএসজির কোচ হওয়ার ব্যাপারে কখনই তাঁর দিকে হাত বাড়াননি বলে জানিয়েছেন খেলাইফি, ‘আমি জিনেদিন জিদানকে খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই অনেক পছন্দ করি। অনেক ক্লাব ও জাতীয় দলই তাঁকে কোচ হিসেবে চায় আমি জানি। তিনি অসাধারণ একজন কোচ, যিনি তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। আমি তাঁকে সম্মান করি, কিন্তু আজ একটা কথা বলে রাখি, তবে প্রত্যক্ষ ও পরোক্ষ কোনোভাবেই আমরা জিদানের সঙ্গে এ নিয়ে (পিএসজির কোচ হওয়ার ব্যাপারে) কথা বলিনি। আমি যখন ‘আমরা’ বলি, তখন কিন্তু আমি পিএসজিকেই বোঝাচ্ছি। আমি পিএসজির সভাপতি, আর আমি কখনো জিদানের সঙ্গে কথা বলিনি।’
জিদানের ব্যাপারটা স্রেফ অস্বীকার করলেও গালতিয়েরকে পাওয়ার জন্য পিএসজি যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা অস্বীকার করেননি পিএসজি সভাপতি, ‘আমরা জিদানের বিকল্প খুঁজে পেয়েছি। আমরা এমন একজন কোচকে নিয়োগ দিতে যাচ্ছি যে আমাদের পরিকল্পনার অন্য ভালো হবে। বেশ কয়েকজন কোচই আমাদের নজরে আছে, কিন্তু নিসের সঙ্গে আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি ক্রিস্তফ গালতিয়েরের ব্যাপারে, এটা কারওর অজানা নয়। আমি নিস ও তাঁদের সভাপতি জ্যাঁ-পিয়েরে রিভেইরেকে সম্মান করি, আশা করি আমরা এ ব্যাপারে শিগগিরই একটা ঐকমত্যে পৌঁছতে পারব। সবাই স্বাভাবিকভাবেই নিজেদের দিকটা দেখছে।’
ওদিকে খেলাইফির সাক্ষাৎকার শুনে পিএসজির সভাপতিকে সরাসরি মিথ্যেবাদী বলেছেন ফরাসির ফুটবলবিষয়ক ওয়েবসাইট ফুতমের্কাতোর নির্ভরযোগ্য সাংবাদিক দানিয়েল রিওলো।
জানিয়েছেন, জিদানের সঙ্গে খেলাইফি কথা তো বলেছেনই, উল্টো গতকালই খেলাইফিকে চূড়ান্ত বারের মতো না বলে দিয়েছেন জিদান, ‘আল খেলাইফি সত্যি বলছেন না। তিনি আমাদের বিশ্বাস করাতে চান তিনি কখনো জিদানের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেননি? তিনি আজকেই (গতকাল) জিদানের সঙ্গে ছিলেন ও জিদান তাঁকে আজকেই না বলেছেন।’