বিদায়বেলায় নিজেকে ধরে রাখতে পারলেন না মেসি
বিদায়বেলায় নিজেকে ধরে রাখতে পারলেন না মেসি

ছবিতে মেসির কান্নাভেজা বিদায়

অবশেষে বার্সেলোনা থেকে বিদায় নিচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনা ক্লাবে আয়োজিত তাঁর বিদায়ী সংবাদ সম্মেলনটা হচ্ছে আবেগময়। যে ক্লাবে এতদিনের স্মৃতি, এত সুখ–দুঃখের স্মৃতি মেদুরতা, সেখান থেকে বিদায় নেওয়াটা তো বড় কষ্টেরই। মেসি সেই আবেগ লুকানোর কোনো চেষ্টাই করেননি, আর করলেও পারতেন কিনা সন্দেহ...
বার্সেলোনার স্মৃতি ভুলবেন কীভাবে মেসি?
ছবি: রয়টার্স
আবেগ লুকানোর কোনো চেষ্টাই করেননি মেসি
ছবি: রয়টার্স
সংবাদ সম্মেলনের আগে ক্লাবে ঢুকছে মেসির গাড়ি
ছবি: রয়টার্স
মঞ্চে প্রবেশ করছেন মেসি
সংবাদ সম্মেলনে মেসির দীর্ঘ দিনের বার্সেলোনা সতীর্থদের সঙ্গে জেরার্ড পিকে আর সের্হিও বুসকেতসকে দেখা যাচ্ছে
সংবাদ সম্মেলনের সময় বার্সেলোনা ক্লাবের সামনে ভক্তদের ভিড়
মেসির সংবাদ সম্মেলনে এসেছিলেন তাঁর স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জো, সঙ্গে ছিলেন তাঁর সন্তানেরা
এ বিদায় কীভাবে সইবেন মেসি?
বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানও এসেছিলেন সংবাদ সম্মেলনে
মেসির বিদায় বেলায় বার্সেলোনা ক্লাবের হয়ে তাঁর সব অর্জনের প্রদর্শনীও ছিল
সংবাদ সম্মেলনে বার্সেলোনা গোলকিপার মার্ক–আন্দ্রে টের স্টেগেন
মেসির বিদায়ী সংবাদ সম্মেলনে এসেছিলেন জাভি, পুয়োলও