অবশেষে বার্সেলোনা থেকে বিদায় নিচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনা ক্লাবে আয়োজিত তাঁর বিদায়ী সংবাদ সম্মেলনটা হচ্ছে আবেগময়। যে ক্লাবে এতদিনের স্মৃতি, এত সুখ–দুঃখের স্মৃতি মেদুরতা, সেখান থেকে বিদায় নেওয়াটা তো বড় কষ্টেরই। মেসি সেই আবেগ লুকানোর কোনো চেষ্টাই করেননি, আর করলেও পারতেন কিনা সন্দেহ...