চলে গেলেন ডিয়েগো ম্যারাডোনা। তিনি ফুটবলের সর্বকালের সেরা কিনা, এ নিয়ে কারও কারও দ্বিমত থাকতে পারে, কিন্তু তিনি যে ফুটবলের সবচেয়ে বর্ণময় চরিত্র—এ নিয়ে কারওরই দ্বিমত নেই। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, পেশাদার ফুটবলে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। ছিলেন সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। মাঠের বাইরের নানা ঘটনাও তাঁর জীবনজুড়েই ছিল। মাদকসেবী হয়ে বিপথে গিয়েছেন বারবার। উদ্দাম জীবনে তাঁর সঙ্গী হয়েছে নানা বিতর্ক। ম্যারাডোনার জীবনের কিছু খণ্ডচিত্রেই প্রকাশ পায় কতটা বর্ণিল, কতটা ঘটনাবহুল ছিল তাঁর ৬০ বছরের জীবন...