ছবিতে ছবিতে ফুটবলের তারায় ভরা রাত

>

রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। প্যারিসে কাল এক জমকালো অনুষ্ঠানে বার্সেলোনা তারকার হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরার এ ট্রফি। ব্যালন ডি’অর রাতের কয়েকটি দৃশ্যপট তুলে ধরা হলো পাঠকদের জন্য :

লিওনেল মেসির হাতে ব্যালন ডি’অর ট্রফি তুলে দিচ্ছেন লুকা মদরিচ। গতবার বর্ষসেরার ট্রফিটি জিতেছিলেন এ ক্রোয়াট মিডফিল্ডার। এবার রাজত্ব হাতবদল হলো। ছবি: এএফপি
লিওনেল মেসির হাতে ব্যালন ডি’অর ট্রফি তুলে দিচ্ছেন লুকা মদরিচ। গতবার বর্ষসেরার ট্রফিটি জিতেছিলেন এ ক্রোয়াট মিডফিল্ডার। এবার রাজত্ব হাতবদল হলো। ছবি: এএফপি
ব্যালন ডি’অর ট্রফি হাতে মেসি। তাঁকে করতালিতে সিক্ত করলেন মদরিচ। ছবি: রয়টার্স
নিজের ছয়টি ব্যালন ডি’অর ট্রফি নিয়ে মেসি। আর কোনো ফুটবলার তাঁর সমান ব্যালন ডি’অর ট্রফি জিততে পারেনি। ছবি: এএফপি
পরিবারের সঙ্গে লিওনেল মেসি। কাল এমন হাসিখুশি সময় কেটেছে তাঁদের। ছবি: এএফপি
বুলগেরিয়ান কিংবদন্তি রিস্টো স্টয়চকভ ও বার্সেলোনা সতীর্থ ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে মেসি এবং তাঁর পরিবার। ছবি: রয়টার্স
প্যারিসের অনুষ্ঠানে মেসির ছয়টি ব্যালন ডি’অর ট্রফি নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। দিদিয়ের দ্রগবার সঙ্গে বসে তা দেখছেন আর্জেন্টাইন তারকা। ছবি: এএফপি
বর্ষসেরা গোলরক্ষক ‘ইয়াশিন’ ট্রফি হাতে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। এবারই প্রথম এ পুরস্কার দেওয়া হলো। ছবি: রয়টার্স
অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের মধ্যে সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে বুঝে নিচ্ছেন জুভেন্টাসের ডাচ তারকা ম্যাথিয়াস ডি লিট। ছবি: রয়টার্স
বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে। কাল অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন এ তারকা। ছবি: রয়টার্স