ওয়েলসের বিপক্ষে জয়ে একটি ইতিহাস ছুঁয়ে ফেলেছে ইতালি। বিশ্বকাপ জয়ী ইতালির কিংবদন্তি কোচ ভিত্তরিও পোজ্জোর টানা ৩০ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার আনন্দ দলটির খেলোয়াড়দের।
ম্যাচের এক ফাঁকে শিষ্যদের পরামর্শ দিচ্ছেন ইতালির কোচ রবার্তো মানচিনি।
বিজ্ঞাপন
ম্যাচ জয়ের পর দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন ইতালির খেলোয়াড়েরা।
বিজ্ঞাপন
ইতালির সমর্থকদের ম্যাচ জয়ের আনন্দ। ইতালির জয়সূচক গোল করার পর মাত্তেও পেসিনাকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস। গ্যালারিতে ইতালির এক সমর্থকের বিজয়ের আনন্দ। মাত্তেও পেসিনার গোলের পর ইতালির খেলোয়াড়দের উচ্ছ্বাস। ইতালির কাছে হেরে গেলেও সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ওয়েলস।