পিএসজি তারকা নেইমার
পিএসজি তারকা নেইমার

চেয়ারম্যানের কথায় অসন্তুষ্ট নেইমার নিজেই পিএসজি ছাড়তে চান

নেইমারকে পিএসজি আর রাখতে চায় না, ভালো প্রস্তাব পেলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করে দেবে প্যারিসের ক্লাবটি—এমন গুঞ্জন কিছুদিন ধরেই আওয়াজ পাচ্ছে। এর মধ্যে দিন কয়েক আগে নেইমারকে বিক্রির সম্ভাবনা নিয়ে প্রশ্নে পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফিও সরাসরি কিছু বলেননি, যা পিএসজির মনোভাবের ইঙ্গিত দেয়। গত মৌসুমে ক্লাবে সময়টাও ভালো যায়নি। সব মিলিয়ে নেইমার বিরক্ত। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের খবর, নেইমার নিজেই এখন পিএসজি ছাড়ার কথা ভাবছেন।

গত মৌসুমে পিএসজি মোটেও ভালো করতে পারেনি। নেইমার আর কিলিয়ান এমবাপ্পের পাশে লিওনেল মেসি ও সের্হিও রামোসের মতো তারকাদের নিয়েও শুধু লিগই জিতেছে। লিগ জিততে তো আর পিএসজির এত তারকা লাগে না! কাতারি মালিকানাধীন হওয়ার পর থেকে ১১ বছরে এ নিয়ে ৮ বার ফরাসি লিগ জিতেছে পিএসজি। কিন্তু লিগ জিতলেও পিএসজির মৌসুমটি মাটি হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে চরম ব্যর্থতায়। রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলোতেই বিদায় নিয়েছেন নেইমাররা।

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর মেসি আর নেইমারকে দুয়ো দিয়েছেন পিএসজির সমর্থকেরা। বার্সেলোনা থেকে গত মৌসুমেই পিএসজিতে যাওয়া মেসি মৌসুমে সব মিলিয়ে ৩০ ম্যাচে গোল করেছেন মাত্র ১২টি, করিয়েছেন দুটি বেশি। নেইমারের অবস্থাও তথৈবচ। ২৭ ম্যাচে ১৬ গোল, ৬ অ্যাসিস্ট।

মেসির ক্লাব বদলের পর প্রথম মৌসুম, চোট, করোনা—সব মিলিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যর্থতার তবু ব্যাখ্যা আছে, বার্সেলোনা থেকেই ২০১৭ সালে পিএসজিতে যাওয়া নেইমারের এই ব্যর্থতার ব্যাখ্যা কী? তার ওপর নেইমারের ১৬ গোলের ১২টিই এসেছে পিএসজি মার্চে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর।

পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির কথায় অসন্তুষ্ট নেইমার

তাঁর চোট, তাঁর ফর্মহীনতা—এসবের সঙ্গে নেইমারের উদ্দাম জীবনযাপন মিলিয়ে তাঁর ওপর পিএসজির কাতারি মালিকেরা যে খুশি ছিলেন না, তা সর্বজনবিদিতই। এই মৌসুমে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি নবায়নের পর নেইমারকে পিএসজির ছেড়ে দিতে চাওয়ার গুঞ্জন আরও জোর পেয়েছে। ক্লাবের নতুন ফুটবল উপদেষ্টা লুইস কাম্পোসও নেইমারকে চান না। কদিন আগে পিএসজি চেয়ারম্যান নাসের আল-খেলাইফিকে এ নিয়ে প্রশ্ন হলে তাঁর উত্তরেও ধোঁয়াশাই ছিল, ‘গ্রীষ্মে নেইমারের সম্ভাব্য দলবদল? আপনাদের শুধু এতটুকুই বলতে পারি যে আমরা সব খেলোয়াড়ের কাছে এটাই চাই যাতে তারা এই মৌসুমে যেমন খেলেছে, তার চেয়ে বেশি উজাড় করে দিয়ে খেলে। সবাইকে শতভাগ দিতে হবে।’

মেসি–নেইমারদের নিয়েও পিএসজি চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ

ক্লাব চেয়ারম্যানের এই কথায় অসন্তুষ্ট নেইমার এখন নিজেই ক্লাব ছাড়তে চান বলে খবর আরএমসি স্পোর্তের। ওয়েবসাইটটি লিখেছে, কাছের মানুষের কাছে নেইমার কয়েকবারই বলেছেন, একটা ক্লাবে ভালো করতে হলে তাঁর ‘ক্লাব তাঁকে ভালোবাসে, চায়’—এই অনুভূতিটা দরকার। কিন্তু পিএসজিতে তো সেটা নেইমার পাচ্ছেন না।

যদিও নেইমারের দলবদল চাইলেই হয়ে যাবে না বলেও জানাচ্ছে আরএমসি স্পোর্ত। এর সবচেয়ে বড় কারণ, পিএসজিতে নেইমারের সর্বশেষ চুক্তির শর্ত অনুযায়ী, চুক্তিটি ২০২৫ সাল পর্যন্ত থাকলেও গোপন শর্ত সাপেক্ষে সেটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ২০২৭ সাল পর্যন্ত থাকবে। সে কারণে নেইমারকে কিনতে আগ্রহী ক্লাবকে চড়া মূল্যই দিতে হবে। নেইমারের আকাশছোঁয়া বেতন দেওয়ার সামর্থ্যই–বা এ সময়ের ফুটবলে কটি ক্লাবের আছে!

নেইমার সমর্থকদের দুয়োর বিষয়টি ভোলেননি

৩০ বছর ব্রাজিলিয়ান ব্যক্তিগতভাবে চান বার্সেলোনায়ই ফিরতে। কিন্তু আর্থিকভাবে রীতিমতো পঙ্গু হয়ে পড়া বার্সেলোনার সে সামর্থ্য কোথায়? সে ক্ষেত্রে ইংল্যান্ডের তিন ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও নতুন করে সৌদি আরবের মালিকানায় যাওয়া ক্লাব নিউক্যাসল ইউনাইটেড নেইমারের ব্যাপারে আগ্রহী বলে শোনা যায়। কিন্তু নেইমার নিজেই অনেকবার জানিয়েছেন, তিনি ইংল্যান্ডে কখনো খেলতে যেতে চান না।

এর সঙ্গে যোগ করে নিন, এবার বিশ্বকাপের বছর। ২০২৬ বিশ্বকাপের সময় নেইমারের বয়স হয়ে যাবে ৩৪, তত দিনে আর কতটা প্রভাব ফেলতে পারবেন নেইমার, তা নিয়ে সংশয় আছে। সে ক্ষেত্রে কাতার বিশ্বকাপই নেইমারের নিজের মতো করে আলো ছড়িয়ে বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। এ বছর নেইমারের চোখও আপাতত সেদিকে। এমন সময়ে তাই ক্লাব ছাড়তে চাইলেও কোন ক্লাবে যাবেন, সেখানে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, আবহাওয়ার প্রভাব—সবকিছুই বিবেচনায় নিতে হবে নেইমারকে।