কিলিয়ান এমবাপ্পের হাতে এখন অনেক ক্ষমতা। পিএসজি কোন খেলোয়াড়কে দলে ভেড়াবে, কোচ হিসবে কাকে আনবে বা কোন খেলোয়াড়কে ছেড়ে দেবে—এ কাজগুলো সাধারণ ক্রীড়া পরিচালকেরই করার কথা। কিন্তু নতুন চুক্তির শর্ত অনুযায়ী পিএসজির এসব সিদ্ধান্তে নাকি হস্তক্ষেপ করতে পারবেন এমবাপ্পে।
তা এমবাপ্পেকে এসব ক্ষমতা দেওয়ার পর একটি গুঞ্জন শোনা গিয়েছিল, তিনি নাকি নেইমারকে পছন্দ করছেন না। ইউরোপের অনেক পত্রপত্রিকাতেই লেখা হয়েছে, এমবাপ্পে চাইছেন না নেইমার পিএসজিতে থাকুন। এটার পর আবার গুঞ্জন শোনা গেছে, নেইমারকে চাইছে চেলসি। চেলসির নতুন মালিক টড বোয়েলি স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর তারা প্রথম নেইমারকেই দলে টানবে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।
অবশেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন নেইমার। বরাবরের মতো একই কথা বলেছেন ব্রাজিলিয়ান তারকা। কী সেই কথা, শোনা যাক তাঁর কণ্ঠেই, ‘আমার দিক থেকে যেটা সত্যি, তা হলো আমি পিএসজিতেই থাকতে চাই। এরপর কেউ আমাকে কিছু বলেনি। আমার দিক থেকে এটা পরিষ্কার যে আমি পিএসজিতে থাকতে চাই।’
পিএসজির দিক থেকে এখনই নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা অবশ্য বলা একটু কঠিন। কারণ, মৌসুমের শুরুতেই চুক্তি নবায়ন করা হয়েছে। দলটির সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৫ সাল পর্যন্ত। নেইমারকে বিক্রি করে দিলে তাঁর বিকল্প কাউকে তো আগে খুঁজে বের করতে হবে। কিন্তু চেলসির একটি সূত্রের বরাত দিয়ে ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোল লিখেছে, ‘পিএসজি নেইমারকে বিক্রি করবে না, এমন নয়।’ আর নেইমারও পরিষ্কার করে কিছু বলেননি!