নতুন কোচ এলে রোনালদো একাদশে জায়গা ধরে রাখতে পারেন কি না, সন্দেহ ছিলই।
নিজের প্রথম সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ সন্দেহের কোনো অবকাশই রাখলেন না। সরাসরি জানিয়ে দিলেন, গোলের জন্য রোনালদোকেই মূল ভরসা মানছেন তিনি। এই বয়সেও রোনালদোর মতো নির্ভরযোগ্য গোলশিকারি স্ট্রাইকার আর আছেনইবা কয়জন!
টেন হাগের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইউনাইটেড। তবে দুই পক্ষ সন্তুষ্ট থাকলে চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। ইউনাইটেডের দলবদলের ব্যাপারে তাঁর মতামত কতটা গুরুত্ব পাবে, সেটিই ইউনাইটেডের বোর্ডের সঙ্গে এর মধ্যেই বুঝে নিয়েছেন ৫২ বছর বয়সী ডাচ্ কোচ।
এমনিতেই ম্যান ইউনাইটেডে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের শেষ নেই। ইউনাইটেডের এই ৩৭ বছর বয়সী রোনালদোকে ফিরিয়ে আনা কতটুকু যুক্তিযুক্ত ছিল, তা নিয়ে প্রশ্ন দিন দিন আরও উচ্চকিত হচ্ছে।
এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়া ইউনাইটেড লিগের সেরা চারেও থাকতে পারেনি; এ কারণে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারছে না। আর তাই রোনালদো দলে থাকবেন না বলেই গুঞ্জন।
রোনালদো থাকবেন না—এ সম্ভাবনা আরও জোরালো হয়েছিল টেন হাগ ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকেই। ডাচ্ কোচের ‘টোটাল ফুটবল’–এর কৌশলের সঙ্গে এই বুড়িয়ে যাওয়া রোনালদো কতটুকু মানিয়ে নিতে পারবেন, সে সংশয়ও ধোঁয়াশা তুলে দিয়েছিল রোনালদোর ভবিষ্যৎ ঘিরে।
টেন হাগ সেই গুঞ্জনের ইতি টানলেন। জানিয়ে দিলেন, আগামী মৌসুমে রোনালদো অবশ্যই থাকবেন। শুধু থাকবেনই না, গোলও করবেন, ‘অবশ্যই, সে অনেক গোল এনে দেবে আমাদের জন্য!’
এক বছর ধরে দলের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের পারফরম্যান্স নিয়েও সমালোচনা হচ্ছে অনেক। টেন হাগের কথা শুনে নিজের ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত হতে পারেন এই ইংলিশ ডিফেন্ডারও, ‘আবারও বলছি, আগামী মৌসুম অনেক কঠিন হবে। ম্যাগুয়ার অনেক ভালো খেলেছে, ওর কাজটা ঠিকঠাক করেছে। ও অসাধারণ একজন খেলোয়াড়। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’