উলে গুনার সুলশারের সমর্থক এখন হঠাৎ বেড়ে গেছে। গ্যালারিতে হোক আর সামাজিক যোগাযোগমাধ্যমে, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে উলে গুনার সুলশারকে আরও সময় দেওয়ার পক্ষে কথা বলছেন অনেকে। এঁদের মধ্যে আছেন ইউনাইটেডে তাঁর সাবেক সতীর্থ গ্যারি নেভিল।
নেভিলের সুরেই কথা বলছেন ইউনাইটেডের চরম প্রতিদ্বন্দ্বী দুই দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সমর্থকেরা। তবে তাঁদের উদ্দেশ্য বুঝতে নাসার বিজ্ঞানী হতে হচ্ছে না, সুলশারের অধীনে ইউনাইটেডের করুণ দশা দীর্ঘায়িত হওয়ার আশা করছেন তাঁরা। এদিকে খবর বেড়িয়েছে, অনুশীলনে সরাসরি সুলশারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন ইউনাইটেডের কিছু খেলোয়াড়।
গত রোববার ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৫০ মিনিটেই স্কোর ৫-০ হয়ে যায়। এর পেছনে সুলশারের কৌশলই ভূমিকা রেখেছিল। দ্য অ্যাথলেটিকের ইউনাইটেড প্রতিনিধি লরি হুইটওয়েল জানিয়েছেন, লিভারপুল ম্যাচে নাকি খেলোয়াড়দের প্রেস করে খেলতে বলেছিলেন।
কিন্তু এমন নির্দেশ শুনে অবাক হয়ে গিয়েছিলেন হ্যারি ম্যাগুয়ার, স্কট ম্যাকটমিনরা। কারণ, অনুশীলনেও খুব একটা প্রেসিং ফুটবল নিয়ে কাজ করেন না সুলশার।
অনুশীলনে যা করা হয় না, তা মাঠে করে দেখাতে গেলে কী হয়, সেটা তো রোববারই বোঝা গেছে।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের কাছে এমন লজ্জার ইতিহাস গড়ার পরও অবশ্য চাকরি টিকে আছে সুলশারের। আগামী শনিবার টটেনহামের বিপক্ষেও ডাগআউটে থাকবেন সুলশার। ক্লাবের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সুনজরে থাকা এখনো কাজে লাগছে তাঁর। কিন্তু আজ দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নামার পরই সুলশার টের পেয়েছেন, ক্লাবে টিকে থাকার কাজটা কঠিন হবে তাঁর জন্য।
লরি হুইটওয়েলের বরাত দিয়েই আরেকটি খবর ছড়িয়ে পড়েছে ইউনাইটেডের সমর্থক গোষ্ঠীর বিভিন্ন গ্রুপে। বলা হচ্ছে, আজ নাকি সুলশার অনুশীলনে দলের খেলোয়াড়দের কাছে মতামত জানতে চেয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন ম্যাচের পর ম্যাচ এভাবে প্রতিপক্ষকে গোল উপহার দেওয়ার পেছনের কারণ কী? একাধিক খেলোয়াড় নাকি এ প্রশ্নের উত্তরে তিরটা সুলশারের দিকেই ছুড়েছেন।
খেলোয়াড়েরা যে সুলশারের ওপর আস্থা হারাচ্ছেন সেটা লিভারপুল ম্যাচের আগেই প্রকাশ পেয়েছিল। টেলিগ্রাফের জেমস ডাকার জানিয়েছেন, এর আগের সপ্তাহে লেস্টারের বিপক্ষে ম্যাচের পরই ডিফেন্ডার এরিক বেইলি সুলশারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সে ম্যাচে ৪-২ গোলে হারার পর সরাসরি জিজ্ঞেস করেছিলেন, ‘ফিট না, এমন সেন্টারব্যাককে কেন মাঠে নামানো হলো?’ ৪-২ গোলে হারা সে ম্যাচে সবগুলো গোলেই ভুল ছিল চোট থেকে ফেরা অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের।
সুলশারের জন্য স্বস্তির বিষয় হলো, ক্লাবের সাবেক খেলোয়াড় হিসেবে বাড়তি সময় পাচ্ছেন তিনি। সাবেক কোচ ফার্গুসনের সমর্থনও আপাতত সুলশারকে ইউনাইটেডের ডাগআউটে রাখছে।