>আবারও চোটে পড়েছেন লিওনেল মেসি। বাম ঊরুর এই চোট আরও কয়েক ম্যাচের জন্য তাঁকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে। মৌসুমের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন। এ মৌসুমের শুরুটা মেসির ক্যারিয়ারের সবচেয়ে বাজেই।
মাত্র কয়েক দিন আগেই ঊরুর চোটটা সেরেছিল। সে চোট কাটিয়ে উঠে মাঠে নামতে না–নামতেই আবারও চোট!
পরশু মৌসুমে প্রথমবারের মতো ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে এখনো যে তাঁর চোট পুরোপুরিভাবে সারেনি, সেটির প্রমাণ মিলতে আধঘণ্টাও লাগেনি। সেই ঊরুর চোটের কাছেই আবারও হার মেনেছেন মেসি। প্রথমার্ধে কোনোরকমে খেলতে পারলেও দ্বিতীয়ার্ধে একদমই পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে মাঠ থেকে তুলে নেন কোচ আর্নেস্তো ভালভার্দে, বার্সা সমর্থকদের মাথায় চিন্তার রেখা বাড়িয়ে দিয়ে। আবারও অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসি। মৌসুমের শুরুতে এর আগে এত বাজে সময় আর কখনো আসেনি মেসির।
প্রাক্-মৌসুমে অনুশীলনে চোট পেয়েছিলেন মেসি। সে চোট বড্ড জ্বালিয়েছে। এ চোটের কারণে মৌসুমের শুরুর দিকের ম্যাচগুলোতেও দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। চোট থেকে ফিরে আসার পর ৯ দিন কাটতে না কাটতে আবারও মাঠের বাইরে চলে গেছেন তিনি। ফলে এই মৌসুমে এই পর্যন্ত মাত্র ৯ দিন সুস্থ ছিলেন মেসি। এ মৌসুমের শুরুটা ভুলেই যেতে চাইবেন তিনি।
স্বাভাবিকভাবেই, আগামী সপ্তাহে গেটাফের বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সেলোনাকে। কবে ফিরবেন, কে জানে। মনে করা হচ্ছে, অক্টোবরের ২ তারিখে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষেও মাঠে দেখা যাবে না মেসিকে। মেসিকে ছাড়া এমনিতেই চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা । সে ম্যাচে অসুস্থ মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও উদ্ধার করতে পারেননি দলকে। এবার ইন্টার মিলানের বিপক্ষেও মেসি না থাকলে, সে ম্যাচে বার্সা কতটুকু কী করতে পারবে, সেটি নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ইন্টারের বিপক্ষে বার্সা জিততে না পারলে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়েই চিন্তায় পড়ে যেতে হবে তাদের। এমনিতেই বার্সেলোনা এবারের চ্যাম্পিয়নস লিগে কঠিন গ্রুপে পড়েছে। তার ওপর আন্তোনিও কন্তের অধীনে ইন্টার আছে দুর্দান্ত ফর্মে। সিরি ‘আ’তে প্রথম ৫ ম্যাচ জিতে এরই মধ্যে শীর্ষে উঠে গেছে দলটি।