>আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের ব্যাপারে রিয়াল মাদ্রিদের আগ্রহের কথা নতুন নয়। কিন্তু আর্সেনাল ছেড়ে কখনোই রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা চিন্তা করেননি এই ফরাসি কোচ। কিন্তু কেন? এত দিন পর জানিয়েছেন সে কারণ।
আর্সেন ওয়েঙ্গারের প্রতি রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহের কথা নতুন নয়। গত ১৯ বছর ধরে বেশ কয়েকবার রিয়ালের কোচ হওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি ওয়েঙ্গারকে। কিন্তু কোনোবারই আর্সেনাল ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা ভাবেননি ওয়েঙ্গার। ক্যারিয়ারে এখনো পর্যন্ত তিনবার ‘না’ করেছেন বিশ্বের অন্যতম সেরা ক্লাবটিকে। কেন ? এত দিন পর এক সাক্ষাৎকারে জানালেন সেই ‘না’ বলার কারণ।
২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করে গত মৌসুমের শুরুতেই তা ছেড়েছেন। তাঁর জায়গায় আর্সেনাল নিয়ে আসে স্প্যানিশ কোচ উনাই এমেরিকে। ওয়েঙ্গার এখনো নতুন কোনো দলের দায়িত্ব নেননি। হাতে তাই তাঁর অফুরন্ত অবসর। বিভিন্ন ফুটবল বিষয়ক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন, বিভিন্ন চ্যানেলে ফুটবল-পণ্ডিত হিসেবে মতামত দেন। এভাবেই চলছে ৬৯ বছর বয়সী ফুটবল কোচের জীবন।
এই তো সেদিন মোনাকোয় ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেন। সেখানে উঠে এসেছে কোচ হিসেবে তাঁর দর্শন। রিয়াল মাদ্রিদ প্রসঙ্গ।
রিয়ালে না যাওয়ার কারণ হিসেবে বলেছেন তিনটি বিষয়ের কথা, ‘একজন কোচের কাজ তিন দিকে প্রভাব ফেলে বলে আমার বিশ্বাস। প্রথমত, যেসব খেলোয়াড়দের সঙ্গে তিনি কাজ করছে তাদের ক্যারিয়ারের ওপর। দ্বিতীয়ত, দলের খেলার কৌশল ও স্টাইলের ওপর। তৃতীয়ত, ক্লাবের অবকাঠামোর ওপর। আমার কাছে এই তিনটা বিষয় গুরুত্বপূর্ণ এবং এই কারণেই আমি কখনো রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যেতে চাইনি। কেননা আমার কাছে মনে হয়েছিল আর্সেনাল ছাড়ার সঠিক সময় ছিল না তখন। আমরা তখন ক্লাবটার অবকাঠামো নির্মাণ করছিলাম। সে সময় মাঝপথে আর্সেনাল ছাড়াটা ঠিক হতো না।’
আর্সেনালকে বড় ভালোবাসেন ওয়েঙ্গার। কিছুদিন আগে কাতারের এক সংবাদমাধ্যমকে সে ভালোবাসার কথা জানিয়েছিলেন, ‘তখন আর্সেনাল সবে মাত্র নতুন একটা স্টেডিয়াম বানিয়েছিল, ব্যাংক আমাকে অনুরোধ করেছিল অন্ততপক্ষে আরও পাঁচ বছর থাকার জন্য। সে সময় রিয়ালে আমার প্রস্তাব ছিল। তবে আমার কাছে তখন মনে হয়েছিল রিয়ালকে "হ্যাঁ" বলে আমি আর্সেনালের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারি না।’
আর্সেনালের কোচের পদ ছেড়েছেন। রিয়ালও কোচ নিয়ে খুব সুখে নেই। এখন নতুন করে প্রস্তাব পেলে কি সেটি ভেবে দেখবেন? ওয়েঙ্গার অবশ্য ব্যাপারটিকে ভবিষ্যতের হাতেই তুলে রেখেছেন।