সময় খারাপ গেলে যা হয়! বাংলাদেশের নাগরিকত্ব পেলেও জাতীয় পরিচয়পত্র হয়নি এখনো। তাই লিগে খেলতে পারছেন না নাইজেরিয়ায় জন্ম নেওয়া এলিটা কিংসলি। পাসপোর্ট না হওয়ায় জাতীয় দলের জন্যও বিবেচনায় আসতে পারছেন না তিনি। এরই মধ্যে তাঁর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় চুরি হয়েছে। স্ত্রীর স্বর্ণালংকারসহ খোয়া গেছে প্রায় ১৫ হাজার ডলার। কিংসলি নিজেই জানিয়েছেন এ খবর।
গত শুক্রবার রাত ৯টায় প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল বসুন্ধরার। দলের সঙ্গে বিকেলে মাঠে গিয়েছিলেন কিংসলি। বাসায় ছিলেন না স্ত্রী ছেলেমেয়েরাও। সেদিনই তাঁর বাসায় ডাকাতি হয়েছে বলে জানান কিংসলি, ‘শেষ খেলার দিন আমি স্টেডিয়ামে ছিলাম। তখন দুষ্কৃতরা আমার বাসায় ঢোকে। ১৪ হাজার ৮০০ ডলারসহ আমার স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে গেছে।’
ডাকাতির বিষয়টি প্রথমে বুঝতে পারেন কিংসলির স্ত্রী লিজা। বোনের বাসা থেকে রাতে বাসায় ফিরে আলমারি খোলা দেখতে পান। সঙ্গে সঙ্গে ফোন দেওয়া হয় কিংসলিকে। প্রথমে মামলা না করা হলেও আগামীকাল মামলা করা হবে বলে জানিয়েছেন লিজা, ‘সেদিনই বসুন্ধরার নিরাপত্তা ব্যবস্থার লোকেরা এসেছিলেন। তাঁরা পুলিশকে জানান। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখেছে। তারাই বিষয়টি দেখেছে। কাল মামলা করব আমরা।’
বাংলাদেশের ফুটবলে পরিচিত নাম কিংসলি। বৈবাহিক সূত্রে মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন তিনি। এর আগে কিংসলিকে বাতিল করতে হয়েছে জন্মসূত্রে পাওয়া নাইজেরিয়ার নাগরিকত্ব। ২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে বাংলাদেশ অধ্যায় শুরু কিংসলির। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসি হয়ে সর্বশেষ বাতিল হওয়া লিগে আরামবাগের হয়েই খেলেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। চলতি লিগের দ্বিতীয় পর্বে বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন তিনি।