বেশ কিছুদিন ধরেই মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের ভাই শাহজাহান হামিদ। ঘরোয়া ক্রীড়াঙ্গনে যাঁকে ববি হামিদ নামেই চেনে সবাই। ক্যানসারের সঙ্গে লড়তে করতে থাকা ববি হামিদ আজ সকালে পাড়ি জমিয়েছেন অনন্তলোকে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন ৫৯ বছর বয়সী এই সাবেক ফুটবলার। আজ বাদ আসর বনানী ডিওএইচএস মসজিদে জানাজা হবে ববি হামিদের। এরপর সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে তাকে।
ববি হামিদের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ভাই সোহেল হামিদ বলেন, ‘আমার ভাই ভারতে দেড় মাস চিকিৎসাধীন ছিল। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাকে ফিরিয়ে দেন। ঢাকায় আসার পর খাবার খেতে সমস্যা হচ্ছিল। চিকিৎসকেরা নাকে নল দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল। গত ২০ দিন ধরেই উনি হাসপাতালে ছিলেন। আজ সকাল সাড়ে দশটায় মারা যান ববি।’
ববি নিজেও দেশের সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলেছেন। নব্বইয়ের দশকের শুরুতে খেলেছেন ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাবে। ১৯৯২ সালের লিগে ববির গোলেই মোহামেডানকে হারিয়েছিল ওয়ারী। সে ম্যাচে বড় ভাই কায়সার হামিদকে কাটিয়ে ববি ওয়ারীর জয়সূচক গোলটি করেছিলেন। জাতীয় ফুটবল দলে কখনো ডাক না পেলেও হ্যান্ডবলে জাতীয় বলে খেলেছেন। ফুটবলের পাশাপাশি তুখোড় হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন তিনি। ক্লাব পর্যায়ে খেলেছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হামিদ পরিবার অনন্য। সেই পরিবারের কনিষ্ঠ সন্তান ববি। ববি হামিদের বাবা কর্নেল এমএ হামিদ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। এক সময় জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। মা রানী হামিদ বাংলাদেশের নারী ক্রীড়াবিদের অগ্রদূত। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ৮০ বছর বয়সেও খেলে চেলেছেন দাবা। একই পরিবার থেকে তিনজনের জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার ঘটনাও অনন্য। এই পরিবার থেকে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন কর্নেল হামিদ, রানী হামিদ ও কায়সার হামিদ।
রানী হামিদের তিন ছেলে কায়সার হামিদ, সোহেল হামিদ ও ববি হামিদ। রানী হামিদের এক মেয়ে জেবিন হামিদ। কায়সার হামিদ দেশের ফুটবল ইতিহাসের বড় তারকা। সোহেল হামিদ জাতীয় দলের সাবেক স্কোয়াশ খেলোয়াড়। ববি হামিদের দুই মেয়ে সামাহা হামিদ ও রানিয়া হামিদ। এদের মধ্যে সামাহা হ্যান্ডবল খেলোয়াড়। আর ববির স্ত্রী তানিয়া হামিদও এক সময় জাতীয় দলে হ্যান্ডবল খেলেছেন।