চেলসির মাঝমাঠের প্রাণভোমরা তিনি। কিন্তু আগামীকাল জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রাণভোমরা ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তেকে ছাড়াই নামতে হবে টমাস টুখেলের দলকে। চেলসির সমর্থকদের জন্য দুঃসংবাদটা দিয়েছেন টুখেল নিজেই। চেলসির কোচ জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন কান্তে।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জেনিতকে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে ভালো শুরু করা চেলসি কাল ম্যাচটি খেলবে জুভেন্টাসের মাঠে। আজ চেলসির অনুশীলনে দেখা যায়নি কান্তেকে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘সে (কান্তে) আজ অনুশীলন করেনি। এটা নিশ্চিত যে সে দলের সঙ্গে ইতালি যাচ্ছে না।’
ইংল্যান্ডের করোনাভাইরাস মহামারির নিয়ম অনুযায়ী ৩০ বছর বয়সী কান্তেকে এখন ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। অর্থাৎ আগামী শনিবার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না কান্তে। তবে ৭ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের নেশনস কাপের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
চ্যাম্পিয়নস লিগে কাল জুভেন্টাসের বিপক্ষে টুখেল পাচ্ছেন না ক্রিস্টিয়ান পুলিসিক, ম্যাসন মাউন্ট ও রিস জেমসকেও। পুলিসিক ও মাউন্ট আগে থেকেই চোটে ভুগছেন। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়া সর্বশেষ ম্যাচে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে পড়েছেন জেমসও। চ্যাম্পিয়নস লিগে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলছে চেলসি।
করোনা পরীক্ষায় কান্তের পজিটিভ আসার খবরের পর সাংবাদিকেরা টুখেলকে প্রশ্ন করেছিলেন চেলসি খেলোয়াড়দের সবাই টিকা নিয়েছেন কি না। তিনি বলতে পারেননি চেলসির ঠিক কতজন খেলোয়াড় টিকা নিয়েছেন। তবে তিনি নিজে যে টিকা নিয়েছেন, সেটি নিশ্চিত করেছেন টুখেল, ‘আমরাও সমাজের আর দশজনের মতো। খেলোয়াড়দের কেউ ছোট নয়। তারা টিকা নেবে কি নেবে না, সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার।’