করোনামুক্ত হয়ে কাতার রওনা দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।
করোনামুক্ত হয়ে কাতার রওনা দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।

কাতারে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে গেলেন ইব্রাহিম

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের বাকি তিন ম্যাচ খেলতে ২৮ মে কাতারে গেছে বাংলাদেশ দল। চূড়ান্ত খেলোয়াড় তালিকায় নাম থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় সেদিন দলের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম ও মাহবুবুর রহমান।

দুজনের মধ্যে করোনা থেকে সেরে উঠে আজ বেলা ১১টার ফ্লাইটে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন উইঙ্গার ইব্রাহিম। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনা নেগেটিভ হলে মাহবুবুরকেও কাতারে পাঠানো হবে বলে জানিয়েছে বাফুফে।

দ্রুত করোনামুক্ত হয়ে কাতার যাওয়ার আশা মাহবুবুর রহমানের।

১৯ মে করোনা শনাক্ত হয় ইব্রাহিমের। এরপর প্রথম দফায় টিম হোটেলে আইসোলেশনে ছিলেন তিনি। পরে টিম হোটেল ছেড়ে আইসোলেশনে ছিলেন তাঁর ক্লাব বসুন্ধরা কিংসে।

আক্রান্ত থাকা অন্য ফুটবলার মাহবুবুর নিজ বাসায় আইসোলেশনে আছেন। এই ফরোয়ার্ডেরও প্রত্যাশা, সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। আজ করোনা পরীক্ষা করানোর কথা তাঁর।

খেলোয়াড়দের দুই দলে ভাগ করে গতি বাড়ানোর পর্ব। দেখতে দেখতে খেলোয়াড়দের সঙ্গে হাসিতে মেতে উঠলেন কোচ জেমি ডে নিজেও। কদিন আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে

গত শুক্রবার দোহায় পৌঁছে এরই মধ্যে কাতারে দুই সেশন অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। আজ সকালে টিম হোটেলে করানো হয়েছে জিম।

বর্তমানে দোহায় একই হোটেলে আছে বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান তিন দল। এদের মধ্যে সবার আগে আয়োজক কাতারে পৌঁছেছে ভারত দল।

বাংলাদেশ দলের সঙ্গে কাতার যাওয়ার পথে জামাল।

আফগানিস্তান দল পৌঁছেছে কাল রাতে। আজ দোহায় পা রাখবে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ওমান দল।

বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশের বাকি তিন ম্যাচের প্রথমটি ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে ৭ জুন। আর ১৭ জুন শেষ ম্যাচে প্রতিপক্ষ ওমান।