>করোনা তহবিলে যে যেভাবে পারছেন, সাহায্য করছেন। আক্রান্তদের, দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু এই তালিকায় রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োরকে রাখাটা ভুলই হবে
করোনাভাইরাস আঘাত হেনেছে আফ্রিকা মহাদেশেও। বিভিন্ন দেশের মতো আক্রান্ত টোগোও। স্বাভাবিকভাবেই, দরিদ্র এই দেশটি এই সংকটকালে তাকিয়ে আছে দেশের সবচেয়ে বড় তারকা, ইমানুয়েল আদেবায়োরের দিকে। কিন্তু নিজ দেশের মানুষকে সাহায্য করার বিন্দুমাত্র ইচ্ছে নেই এই সাবেক রিয়াল তারকার।
নিজের ফেসবুক পেইজ থেকে সেদিন 'লাইভ'-এ আসেন আদেবায়োর। সেখানেই স্পষ্ট জানিয়ে দেন নিজের কথা, 'যারা আমার সমালোচনা করছেন এটা বলে যে আমি কেন করোনা তহবিলে দান করছি না, তাঁদের উদ্দেশ্য স্পষ্টভাবে বলতে চাই, আমার দান করার ইচ্ছে নেই কোনো। খুবই সোজাসাপ্টা কথা।'
মানুষের কথা শুনে কোনোকিছু করবেন না বলে জানিয়ে দিয়েছেন আদেবায়োর, 'আমার যা ইচ্ছা করবে আমি তা-ই করব। আমার যা খেতে ইচ্ছে হবে সেটা খাব। আমার মন যা চায় আমি সব সময় সেটাই করি। কে আমাকে কী করতে বলল না বলল তাতে আমার কিছু আসে যায় না।'
দিদিয়ের দ্রগবা, স্যামুয়েল ইতোদের মতো অন্যান্য আফ্রিকান কিংবদন্তি ঠিকই নিজের দেশে পাশে দাঁড়িয়েছেন এই সময়ে। ক্যামেরুনের ইতিহাসের সেরা ফুটবলার, সাবেক বার্সা তারকা স্যামুয়েল ইতো তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে এক লাখ মানুষকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
স্যামুয়েল ইতো ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা মানুষের কাছে পৌঁছে দিবে জীবাণুনাশক সামগ্রী, খাবার ও করোনা থেকে বাঁচতে প্রয়োজনীয় বস্তু। ত্রাণ দেওয়া হবে দেশের চারটি শহরের ৫০ হাজার মানুষকে। এর বাইরে ৫০ হাজার মানুষের মধ্যে বিশেষ করে ট্যাক্সি ড্রাইভারদের দেওয়া হবে মুখের মাস্ক।
এদিকে করোনা-আক্রান্তদের চিকিৎসা করার জন্য নিজের ফাউন্ডেশনের তৈরি হাসপাতাল আপাতত দেশের সরকারের হাতে তুলে দিয়েছেন আইভোরি কোস্টের ইতিহাসের সেরা তারকা, সাবেক চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা।
দ্রগবা বা ইতোর মতো নিজের দেশ টোগোর জন্য কোনোকিছুই করার ইচ্ছে নেই আদেবায়োরের, 'আপনারা আমার সমালোচনা করে বলছেন স্যামুয়েল ইতো বা দিদিয়ের দ্রগবাদের মতো আমার কেন কোনো ফাউন্ডেশন নেই ,আমি কেন দান করছি না। ভাবসাব এমন আমি যেন দেশে করোনাভাইরাস এনেছি! মানুষ ভাবছে আমার জন্য দেশে করোনাভাইরাস এসেছে। খুবই দুর্ভাগ্যজনক, তবে এ দেশের মানুষজন এমনই। আমি দেশে করোনাভাইরাস নিয়ে আসিনি, করোনাভাইরাসের কারণে আমি নিজের সম্পত্তি বিলাতেও পারব না। আমি আমিই। ইমানুয়েল শেয়ি আদেবায়োর। যারা আমার দান না করা নিয়ে খুবই চিন্তিত, তাঁদের উদ্দেশ্যে আমার স্পষ্ট কথা, আমি দান করব না। খুবই সহজ, স্বাভাবিক, সোজাসাপ্টা একটা কথা। ধন্যবাদ, ভালো থাকবেন।'
ফরাসি ক্লাব মেতজে ক্যারিয়ার শুরু করা আদেবায়োর নজরে আসেন মোনাকোর হয়ে খেলে। মোনাকোর হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিলেন তিনি। সেখান থেকেই আর্সেনালে যাওয়া। আর্সেনালে গিয়েই তারকাখ্যাতি পান টোগোলিজ এই স্ট্রাইকার। সেখান থেকে ম্যানচেস্টার সিটিতে গিয়ে সমালোচনা কুড়িয়েছে, খেলেছেন আর্সেনালের নগরপ্রতিদ্বন্দ্বী টটেনহামেও। মাঝে ছয় মাস হোসে মরিনহোর কল্যাণে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয়েছিল এই তারকার। ২২ ম্যাচে আট গোল করে মরিনহর আস্থার মোটামুটি প্রতিদান দিয়েছিলেন অধিকাংশ সময়ে মূল একাদশে না থাকা এই স্ট্রাইকার। এখন খেলছেন প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়ায়।