নিজের সপ্তম ব্যালন ডি’অর হাতে মেসি।
নিজের সপ্তম ব্যালন ডি’অর হাতে মেসি।

কত ভোট পেলেন মেসি

এবার ব্যালন ডি’অরের শিরোপা গেছে লিওনেল মেসির ঘরে। দ্বিতীয় হয়েছেন রবার্ট লেভানডফস্কি, তৃতীয় জর্জিনিও। গতকাল রাত তিনটায় প্যারিসের থিয়েখ দু শাতেলেতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হয়েছে সম্মানজনক এ পুরস্কার। কিন্তু কত ভোট পেয়ে সবার ওপরে উঠেছেন মেসি?

ব্যালন ডি’অরজয়ী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ এক প্রক্রিয়া অনুসরণ করা হয়। ১৮০ নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ শীর্ষ ফুটবলারের প্রাথমিক তালিকা থেকে ৫০ জন বিশেষজ্ঞ সাংবাদিক শীর্ষ পাঁচ খেলোয়াড় নির্বাচন করবেন। প্রত্যেক সাংবাদিক পাঁচজন খেলোয়াড়কে ক্রমানুসারে ভোট দিতে পারবেন।

লেভানডফস্কি পেয়েছেন সেরা স্ট্রাইকারের পুরষ্কার
ছবি: এএফপি

যে খেলোয়াড়কে প্রথমে রাখবেন, সে খেলোয়াড় পাবেন ৬ পয়েন্ট। এভাবে ক্রমানুসারে ওই সাংবাদিকের তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ফুটবলার পাবেন যথাক্রমে ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। এভাবে ৫০ জন বিশেষজ্ঞ সাংবাদিকের মোট ভোট থেকে হিসাব করা হবে কোন খেলোয়াড় মোট কত পয়েন্ট পেলেন। সে পয়েন্টের দৌড়ে যিনি প্রথম হবেন, তাঁর হাতেই উঠবে ব্যালন ডি’অর। এবার মেসি পয়েন্ট পেয়েছেন সবচেয়ে বেশি, তাই তাঁর হাতে গেছে ব্যালন ডি’অরের শিরোপা।

৬১৩ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থান নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। দ্বিতীয় স্থানে থাকা লেভানডফস্কি পেয়েছেন ৩৩ পয়েন্ট কম। ৫৮০ পয়েন্ট পেয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। তৃতীয় স্থানে থাকা জর্জিনিও অবশ্য মেরেকেটে ৫০০ পয়েন্টও জোগাড় করতে পারেননি। ৪৬০ পয়েন্ট পেয়েছেন ইউরোজয়ী ইতালির এই মিডফিল্ডার।

এবার নবম হয়েছেন এমবাপ্পে

শীর্ষ ৩০–এর সবচেয়ে তলানিতে থাকা সাবেক ব্যালন ডি’অরজয়ী লুকা মদরিচ ও চেলসির অধিনায়ক সেজার আজপিলিকেতা কোনো পয়েন্টই পাননি।

একনজরে দেখে নেওয়া যাক বাকিরা কত পয়েন্ট পেয়েছেন—
১. লিওনেল মেসি: ৬১৩ পয়েন্ট
২. রবার্ট লেভানডফস্কি: ৫৮০ পয়েন্ট
৩. জর্জিনিও: ৪৬০ পয়েন্ট
৪. করিম বেনজেমা: ২৩৯ পয়েন্ট
৫. এনগোলো কান্তে: ১৮৬ পয়েন্ট
৬. ক্রিস্টিয়ানো রোনালদো: ১৭৮ পয়েন্ট
৭. মোহাম্মদ সালাহ: ১২১ পয়েন্ট
৮. কেভিন ডি ব্রুইনা: ৭৩ পয়েন্ট
৯. কিলিয়ান এমবাপ্পে: ৫১ পয়েন্ট
১০. জিয়ানলুইজি দোন্নারুম্মা: ৩৬ পয়েন্ট
১১. আর্লিং হরলান্ড: ৩৩ পয়েন্ট
১২. রোমেলু লুকাকু: ২৬ পয়েন্ট
১৩. জর্জো কিয়েল্লিনি: ২৬ পয়েন্ট
১৪. লিওনার্দো বোনুচ্চি: ১৮ পয়েন্ট
১৫. রাহিম স্টার্লিং: ১০ পয়েন্ট
১৬. নেইমার: ৯ পয়েন্ট
১৭. লুইস সুয়ারেজ: ৮ পয়েন্ট
১৮. সিমোন কায়ের: ৮ পয়েন্ট
১৯. মেসন মাউন্ট: ৭ পয়েন্ট
২০. রিয়াদ মাহরেজ: ৭ পয়েন্ট
২১. ব্রুনো ফার্নান্দেস/লাওতারো মার্তিনেজ: ৬ পয়েন্ট
২৩. হ্যারি কেইন: ৪ পয়েন্ট
২৪. পেদ্রি: ৩ পয়েন্ট
২৫. ফিল ফোডেন: ২ পয়েন্ট
২৬. নিকোলো বারেল্লা/রুবেন দিয়াস/জেরার্ড মোরেনো: ১ পয়েন্ট
২৯. সেজার আজপিলিকেতা/লুকা মদরিচ: ০ পয়েন্ট