>ছেলে-মেয়েদের ফুটবল মিলিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক গোলের রেকর্ড দুই শ দেখা যাবে?
ফুটবল গোলের খেলা। গোলের কথা উঠলে কত নামই তো আসে! এক লহমায় চলে আসে পেলে, ম্যারাডোনা থেকে ক্রিস্টিয়ানো রোনালদোদের, লিওনেল মেসিদের নাম। মজার ব্যাপার, অনেকে অবচেতন মনেই ভেবে নেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ছেলেদের ছাড়া আর কার! এ কারণে গোলের রেকর্ডের কথা উঠে আসে ওই নামগুলো। কিন্তু দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডে মেয়েদের পাশে ছেলেরা পাত্তা পাবে না।
ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সর্বোচ্চ গোল ইরানের আলী দাইয়ির। ১৪৯ ম্যাচে ১০৯ গোল। ১৬৪ ম্যাচে ৯৯ গোল নিয়ে দুইয়ে রোনালদো। এদিকে মেয়েদের ফুটবলে দেশের হয়ে অন্তত ১০০ গোল করেছেন এমন ফুটবলারই আছেন ১৭জন! ২৫৬ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন ছেলে-মেয়ে মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ধরে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফরোয়ার্ড অ্যাবি ওয়ামব্যাখ। এত দিন ছিলেন—কথাটা লিখতে বাধ্য করেছেন ক্রিস্টিয়ান সিনক্লেয়ার। সর্বোচ্চ গোলের রেকর্ডটি যে এখন কানাডার ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ডের দখলে।
২০২০ অলিম্পিক বাছাইপর্বে আজ সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে কানাডা। ম্যাচের ২৩ মিনিটের মধ্যে জোড়া গোল করে রেকর্ডটি নিজের করে নেন সিনক্লেয়ার। ২৯০ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৮৫। দুই শ গোল নিশ্চয়ই খুব বেশি দূরের পথ হবে না!
সিনক্লেয়ার নামটা এদিকে অপরিচিত হলেও মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে উল্টো। দেশের হয়ে ২০ বছরের ক্যারিয়ার শুরু করেছিলেন ১৬ বছর বয়সে। ২০১২ লন্ডন অলিম্পিকে এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড তাঁর। সঙ্গে রয়েছে পাঁচটি বিশ্বকাপেই গোল করার যুগ্ম রেকর্ড—ব্রাজিলের মার্তার সঙ্গে।