কাতার বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইতালির
কাতার বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইতালির

বিশ্বকাপ বাছাই

ইতালির মতো বাদ পড়ল কারা, পর্তুগালের মতো টিকে রইল যারা

ইতালি ইতিহাস গড়েছে কাল রাতে। এই প্রথম টানা দুটি বিশ্বকাপে দেখা যাবে না তাদের। এ তথ্য কাল রাতেই জেনে গেছেন সবাই। ওদিকে পর্তুগাল প্লে-অফের সেমিফাইনাল-বাধা কাটিয়েছে, চলে গেছে ফাইনালে।

২৯ মার্চ জানা যাবে, ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোকে ২০২২ কাতার বিশ্বকাপে দেখা যাবে কি না।

সংবাদের চুম্বক অংশ এটুকুই। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্ব তো কাল শুধু এ দুটি ম্যাচে সীমাবদ্ধ ছিল না। বিশ্বের নানা প্রান্তে কাল বিভিন্ন দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিল। এর মধ্যে কেউ পর্তুগালের মতো নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে।

কেউ ইতালির মতো বাদ পড়েছে। কেউ আশা বাঁচিয়ে সন্তুষ্ট হয়নি, একদম বিশ্বকাপেই জায়গা পাকা করে নিয়েছে। চলুন, গতকাল রাতে কোন দলের ভাগ্য কী উপহার দিয়েছে, তা দেখে নেওয়া যাক।

ইউরোপীয় অঞ্চল

ইউরোপ থেকে ১০টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাকি তিনটি জায়গার জন্য লড়েছে ১২টি দল। সেই দলগুলোকে তিনটি পথে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি পথে সেমিফাইনাল খেলবে চার দল। বিজয়ী দুই দল খেলবে ফাইনাল। আর ফাইনালের বিজয়ী দল চলে যাবে বিশ্বকাপে।

প্লে-অফের এই জটিল পরীক্ষায় পথ ‘এ’-র এক সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েলস ও অস্ট্রিয়া। তাতে গ্যারেথ বেলের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে চলে গেছে ওয়েলস। অন্য সেমিফাইনালে স্কটল্যান্ডের খেলার কথা ইউক্রেনের সঙ্গে। পরিবর্তিত পরিস্থিতিতে সে ম্যাচ কাল হয়নি। আগামী জুনের আগে সেটা হবেও না। ফলে পথ ‘এ’-র বিশ্বকাপযাত্রীর নাম জানতে আরও তিন মাসের অপেক্ষা।

এখনো বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে গ্যারেথ বেলের ওয়েলশ

পথ ‘বি’তেও যুদ্ধ ভূমিকা রেখেছে। তবে এতে ম্যাচ পেছায়নি। রাশিয়াকে উয়েফা ও ফিফা সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করায় ফাইনালে চলে গেছে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। অন্য সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে সুইডেন। ২৯ মার্চ স্বাগতিক পোল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে সুইডেন।

পথ ‘সি’ নিয়েই আগ্রহ বেশি ছিল। আর সেখানে এক সেমিফাইনালে পর্তুগাল তাদের কাজটা করলেও ইতালি ব্যর্থ হয়েছে। ২৯ মার্চ পোর্তোয় পর্তুগালের মুখোমুখি হবে উত্তর মেসিডোনিয়া।

দক্ষিণ আমেরিকান অঞ্চল

ব্রাজিল-আর্জেন্টিনা আগেই জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। কিন্তু এতেও আগ্রহের কোনো কমতি ছিল না। কারণ, বিশ্বকাপ-ভাগ্য ঝুলে ছিল পাঁচটি দলের ওপর। তাতে চার ম্যাচে দুই দলের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। সরাসরি বিশ্বকাপে যাওয়া বাকি দুই দলের নামও আজ নিশ্চিত হয়ে গেছে।

কাল মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ছিল উরুগুয়ে, পেরু, চিলি ও ইকুয়েডরের। সরাসরি বিশ্বকাপে যাওয়ার সমীকরণ ছিল চার দলের সামনে। ২৫ পয়েন্ট নিয়ে সবচেয়ে এগিয়ে থাকা ইকুয়েডরের ড্র হলেই চলত। তাহলে আর অন্যরা কী করছে, সেদিকে নজর না দিলেও হতো তাদের। তারাই কিনা প্যারাগুয়ের কাছে ৩-১ গোলে হেরে বসল!

কাতার বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে লুইস সুয়ারেজের উরুগুয়ে

কিন্তু ইকুয়েডরের ভাগ্য ভালো। বিশ্বকাপ নিশ্চিত করার তাড়া ছিল উরুগুয়েরও। ঘরের মাঠে উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছে পেরুকে। তাতে উরুগুয়ে তো বটেই, ইকুয়েডরেরও বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়েছে। এই দুই দলের পরিকল্পনায় বাগড়া দিতে পারত চিলি। কিন্তু ব্রাজিলের কাছে ৪-০ গোলে হেরে গেছে তারা। ওদিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে প্লে-অফের দৌড়টা জমিয়ে তুলেছে কলম্বিয়া। পঞ্চম হওয়া দলটি এশিয়া অঞ্চলের চতুর্থ রাউন্ডের বিজয়ীর বিপক্ষে প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে।

বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে: ইকুয়েডর, উরুগুয়ে।

পঞ্চম স্থানের লড়াই: পেরু (২১ পয়েন্ট), কলম্বিয়া (২০) ও চিলি (১৯)। পেরু শেষ ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, কলম্বিয়া খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ওদিকে চিলির প্রতিপক্ষ উরুগুয়ে।

এশিয়া অঞ্চল

এ অঞ্চলের দুই গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি বিশ্বকাপ জায়গা পাচ্ছে। ‘এ’ গ্রুপ নিয়ে অবশ্য সে আগ্রহ শেষ গতকালের আগেই অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে দক্ষিণ কোরিয়া ও ইরান। কাল নিজেদের মধ্যকার ম্যাচে শুধু নিজেদের শক্তি দেখিয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে তৃতীয় স্থান নির্ধারণে বড় ভূমিকা রাখতে যাওয়া ম্যাচে পা ফসকেছে সংযুক্ত আরব আমিরাতের। কাল ইরাকের সঙ্গে ড্র করতে পারলেই তৃতীয় স্থান নিশ্চিত হতো তাদের। কিন্তু ন্যূনতম ব্যবধানে হেরে বসেছে তারা। ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান এখন মাত্র ১। তৃতীয় হওয়ার সুযোগ আছে লেবাননেরও, কিন্তু বাকি দুই দলের ম্যাচেও নজর রাখতে হবে।

তৃতীয় স্থানের লড়াই: সংযুক্ত আরব আমিরাত (৯ পয়েন্ট), ইরাক (৮) ও লেবানন (৬)। শেষ রাউন্ডে আমিরাতকে খেলতে হবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওদিকে ইরাক খেলবে এরই মধ্যে বাদ পড়ে যাওয়া সিরিয়ার বিপক্ষে। ইরানের বিপক্ষে জিততেই হবে লেবাননকে।

এশিয়া থেকে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে জাপান

সে তুলনায় ‘বি’ গ্রুপ কাল অনেক উত্তেজনা নিয়ে হাজির হয়েছিল। জাপান, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার মধ্যে ত্রিমুখী লড়াই ছিল। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল সৌদি আরব, ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে জাপান, ১৫ পয়েন্ট নিয়ে তিনে ছিল অস্ট্রেলিয়া। এমন মুহূর্তে চীনের সঙ্গে ড্র করে বসেছিল সৌদি আরব।

ওদিকে সিডনিতে ঘরের মাঠে ৮৮ মিনিট পর্যন্ত আশায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু সর্বনাশ হলো এরপর ৮৯ মিনিটে গোল করে বসলে মিতোমা। যোগ করা সময়ে আরেকটি। ২-০ গোলের জয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান। সঙ্গে নিয়ে গেছে সৌদি আরবকে। আর তৃতীয় স্থানে বসে আছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে: জাপান, সৌদি আরব।

তৃতীয় স্থান: অস্ট্রেলিয়া।

এশিয়া অঞ্চলে দুই গ্রুপের তৃতীয় দল মুখোমুখি হবে চতুর্থ রাউন্ডে। তাদের মধ্যকার বিজয়ী দল দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম হওয়া দলের সঙ্গে প্লে-অফ খেলবে। সে ম্যাচের বিজয়ী দল যাবে বিশ্বকাপে।

উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চল

ড্র করলেই চলত কানাডার। তাহলেই ১৯৮৬ সালের পর বিশ্বকাপ খেলার উল্লাসে ফেটে পড়তে পারত দলটি। দুর্দান্ত ফর্মে থাকা সে দল কাল কোস্টারিকার আছে হেরে বসেছে! আর তাতেই কাগজে-কলমে ‘বিশ্রী’ হিসাব কানাডাকে বিশ্বকাপে যেতে দিচ্ছে না। ওদিকে যুক্তরাষ্ট্রকেও জিততে দেননি গিয়েরমো ওচোয়া। ফলে দুই রাউন্ড বাকি থাকা কনকাকাফ অঞ্চলে এখনো বিশ্বকাপ নিয়ে আগ্রহ টিকে রয়েছে।

কাগজে-কলমের হিসাবই শুধু আটকে রেখেছে। তা না হলে কানাডার বিশ্বকাপে যাওয়া এখন নিশ্চিত। এ অঞ্চল থেকে তিনটি দল বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে। পাঁচে থাকা পানামা কাল ড্র করায় এখন আর কানাডাকে ধরতে পারছে না। চারে থাকা কোস্টারিকার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে।

যুক্তরাস্ট্রের বিপক্ষে দারুণ খেলেন মেক্সিকো গোলকিপার ওচোয়া

দুই ম্যাচে কোস্টারিকা সে ব্যবধান ঘোচাতে পারবে, যদি কানাডা দুই ম্যাচেই হেরে বসে। কিন্তু গোল ব্যবধানে কানাডা কোস্টারিকার চেয়ে +১১ ব্যবধানে এগিয়ে। কোস্টারিকা পরের দুই ম্যাচে গোল-বন্যা বইয়ে দিলেও কানাডা বড় ব্যবধানে হারলে সে ব্যবধানও কমতে পারে। কিন্তু কোস্টারিকার একটি ম্যাচ দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে। ফলে সে ম্যাচে যে দলই জিতুক, সেটা কানাডার পক্ষে যাবে।

বিশ্বকাপে যাওয়া ও চতুর্থ স্থানের লড়াই: কানাডা (২৫ পয়েন্ট), যুক্তরাষ্ট্র (২২), মেক্সিকো (২২), কোস্টারিকা (১৯) ও পানামা (১৮)।

এ অঞ্চলের চতুর্থ দল ওশেনিয়া অঞ্চলের বিজয়ী দলের বিপক্ষে প্লে-অফ খেলবে। বিজয়ী দল যাবে কাতার বিশ্বকাপে।