ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপাশূন্য থাকায় ক্ষতি হচ্ছে রোনালদোর
ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপাশূন্য থাকায় ক্ষতি হচ্ছে রোনালদোর

ইউনাইটেডে ব্যর্থতার জেরে ৫৭ কোটি ক্ষতি রোনালদোর

চ্যাম্পিয়নস লিগ? শেষ ষোলোতে বাদ।

এফএ কাপ? বাদ চতুর্থ রাউন্ডে।

লিগ কাপে এক ম্যাচই খেলতে পেরেছে, বাদ তৃতীয় রাউন্ডেই।

বাকি থাকে লিগ শিরোপা। সেখানে কাগজে-কলমে শিরোপা এখনো সম্ভব, কিন্তু বাস্তবে সে সম্ভাবনার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের অতি আশাবাদী সমর্থকও ভাবেন না। শিরোপা কী, সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের খেলাই সংশয়ে।

আরও একবার শিরোপাশূন্য মৌসুম কাটাচ্ছে ইউনাইটেড, সেটি নিশ্চিত। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো। ইউনাইটেডের এ ব্যর্থতার ধাক্কা লাগতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাংক অ্যাকাউন্টেও।

ইংলিশ ট্যাবলয়েড সান জানাচ্ছে, ইউনাইটেড শিরোপাশূন্য থাকায় অন্তত ৫০ লাখ পাউন্ড ‘বোনাস’ হারাচ্ছেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় ৫৭ কোটি টাকার বেশি। অথচ মূল বেতনের হিসাবে জুভেন্টাসের চেয়ে কম বেতনে ইউনাইটেডে যাওয়া রোনালদোর চুক্তিতে অনেক বোনাস দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল।

রোনালদো এই মুহূর্তে ব্যস্ত পর্তুগালকে বিশ্বকাপে নেওয়ার লড়াইয়ে। আগামী পরশু প্লে-অফের ফাইনালে মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল
ছবি: রয়টার্স

জুভেন্টাসে সর্বশেষ মৌসুমে লিগ, চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি রোনালদো। সেখানে শিরোপার সম্ভাবনা কম দেখেই এবার দল পাল্টাতে উন্মুখ রোনালদো আগস্টের দলবদলের বাজারের একেবারে শেষ দিকে এসে ফিরে যান ম্যানচেস্টার ইউনাইটেডে।

গত মৌসুমে লিগে দ্বিতীয় হয়েছিল ইউনাইটেড, লিগ কাপ আর ইউরোপা লিগে খেলেছে সেমিফাইনালে। শিরোপার খুব কাছে গিয়েছিল, এবার রোনালদোর মতো ইতিহাস-সেরা গোলশিকারি যোগ হওয়ায় শিরোপা আসছে বলেই আশা দেখেছিলেন ইউনাইটেডের সমর্থকেরা।

কিন্তু হলো না! রোনালদো গোল পেয়েছেন ঠিকই, মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে এ পর্যন্ত ১৮ গোল করেছেন। যদিও দলের খেলায়, আক্রমণ গোছানোতে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রোনালদো শুধু বক্সে ওত পেতে থাকেন, দলের খেলায় তাঁর ভূমিকা থাকে না, গোল না পেলে ম্যাচে তাঁর অবদান থাকে না বললেই চলে...কত সমালোচনা!

মৌসুমে ক্লাবের জার্সিতে এ পর্যন্ত ১৮ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

সেটি আরও জোর পায় ইউনাইটেড শিরোপাশূন্য থাকায়। গত মৌসুমে লিগে দ্বিতীয় ইউনাইটেড এবার সেরা চারে থাকা নিয়েই সংশয়ে, কোনো কাপ টুর্নামেন্টে সেরা আটেও যেতে পারেনি। এতে তাই প্রশ্ন উঠছে, রোনালদো ফেরায় কি ইউনাইটেড আরও পিছিয়ে গেছে?

সে প্রশ্নের উত্তরে পক্ষে–বিপক্ষে অনেক যুক্তি থাকবে। কিন্তু আপাতত এতটুকু নিশ্চিত, আর্থিকভাবে ধাক্কাটা রোনালদোর ব্যাংক হিসাবেও লাগছে। সান লিখেছে, জুভেন্টাসে সপ্তাহে সাড়ে সাত লাখ বেতন পেতেন রোনালদো, সেখানে ইউনাইটেডে চুক্তিতে তাঁর মূল বেতন পাঁচ লাখের কিছু বেশি। কম বেতনে ইউনাইটেডে যোগ দিলেও তাঁর চুক্তিতে বোনাসের অনেক শর্ত রেখেছিল ইউনাইটেড, যার বেশির ভাগই ছিল শিরোপা-সংশ্লিষ্ট।

এই যেমন, আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বাদ পড়ায় রোনালদো হারাচ্ছেন ৩০ লাখ ইউরোরও বেশি অর্থ। ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেই এ অর্থ ঢুকে যেত রোনালদোর ব্যাংক হিসাবে। শিরোপা জিতে গেলে তো আরও অর্থ পেতেনই!

২০১৩ সালের পর ইউনাইটেডকে প্রথম লিগ শিরোপা এনে দিলে যোগ হতো প্রায় ২০ লাখ ইউরো। ঘরোয়া দুই কাপও জিততে না পারা রোনালদোর ব্যাংক হিসাবে নেতিবাচক প্রভাব ফেলছে।

রোনালদোর পর মৌসুমে ইউনাইটেডের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রুনো ফার্নান্দেজ

এ তো গেল শিরোপা না জেতা, এবার লিগের সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেড জায়গা না পেলেও বোনাসের অর্থ হারাবেন রোনালদো। এই মুহূর্তে ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার ৬ নম্বরে আছে ইউনাইটেড।

সমান ম্যাচে ১ পয়েন্ট এগিয়ে পাঁচে টটেনহাম, ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। এই যখন অবস্থা, লিগ শিরোপার আশা নিয়ে কথা বলাই তো অবান্তর। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। অঙ্কের হিসাবে এখনো অবশ্য ইউনাইটেডের শিরোপার সম্ভাবনা আছে।

তা দল শিরোপা না জেতায় বোনাস হারিয়েছেন, ব্যক্তিগত লক্ষ্য অর্জনের বোনাস পাবেন রোনালদো? সান লিখেছে, ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এখনো মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা হওয়ার বোনাস পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন। মৌসুমে ৩৩ ম্যাচে রোনালদোর গোল ১৮টি, তাঁর ‘ধারেকাছে’ আছেন শুধু পর্তুগিজ সতীর্থ ব্রুনো ফার্নান্দেজই—৩৬ ম্যাচে ৯ গোল!