আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি
আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি

আর্জেন্টিনা দলে বিশ্রাম নেই শুধু মেসির

একটা সময় ছিল, আর্জেন্টিনার সমর্থকেরা দীর্ঘশ্বাস ফেলে বলতেন—লিওনেল মেসি যতটা না আর্জেন্টিনার, তার চেয়ে বেশি বার্সেলোনার। সেই মেসি এখন এতটাই আর্জেন্টিনার যে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচেও তাঁর বিশ্রাম নেই! এমন নয় যে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে মেসি বিশ্রাম নিতে চাইলে কোচ লিওনেল স্কালোনি রাজি হতেন না। শুরুর একাদশে খেলতে না চাইলে তাতেও কোচের আপত্তি থাকার কথা না। কিন্তু বাস্তবতা হচ্ছে, মেসিই আসলে বিশ্রাম নিতে চান না।

আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলনে মেসি

কেন চান না, সেটা অনুমান করাও কঠিন কিছু না। দেশের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন এখনো পূরণ হয়নি তাঁর। এ বছর কাতার বিশ্বকাপই হতে পারে তাঁর সেই স্বপ্নপূরণের শেষ সুযোগ। বয়স ৩৪ হয়ে গেছে। চার বছর পর আরেকটি বিশ্বকাপে থাকার সুযোগ না–ও হতে পারে। সর্বস্ব দিয়ে তাই এবারের সুযোগটাই কাজে লাগাতে চান মেসি। কিন্তু শুধু একা খেলে তো আর বিশ্বকাপ জেতা যায় না। সবাই মিলে একটা ভালো দল হয়ে উঠতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুনঃ

বাবা–মাকে স্মরণ করে কাঁদলেন মেসিদের কোচ

ব্রাজিলকে খোঁচা, শিরোপা যখন পানপাত্র—যেমন উৎসব হলো মেসিদের

মেসি শুধু আর্জেন্টিনার নয়, বিশ্বের সম্পদ

‘মেসির জন্য বাঘের মতো লড়বে আর্জেন্টিনা’

নেইমারের প্রশ্ন, ‘আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিতে গেছে?’

আর্জেন্টিনা যেহেতু মেসিকে কেন্দ্র করেই খেলে, তাঁর সঙ্গে সবার বোঝাপড়াটা খুবই জরুরি। অধিনায়ক মেসিও চান সব ম্যাচ খেলে সব সতীর্থর সঙ্গে বোঝাপড়াটা আরও বাড়াতে। সে কারণেই বিশ্বকাপের আগে আর্জেন্টিনার হয়ে কোনো ম্যাচই তিনি মিস করতে চান না।

এস্তোনিয়ার বিপক্ষে আজ শুরুর একাদশেই খেলবেন লিওনেল মেসি

আর বিশ্বকাপের আগে এ রকম ম্যাচ খেলার তো খুব বেশি সুযোগ নেই। এস্তোনিয়ার বিপক্ষে এই ম্যাচেও তাই বিশ্রাম নিচ্ছেন না মেসি। আর্জেন্টাইন বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, স্পেনের পাম্পলোনায় বাংলাদেশ সময় আজ রাত ১২টায় এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে মেসি খেলছেন শুরুর একাদশেই।

আর্জেন্টিনার সংবাদপত্র টিওয়াইসি স্পোর্তের খবর অনুযায়ী, মেসি ছাড়া ইতালির বিপক্ষে লা ফিনালিসিমা জেতা দলের কাউকেই নাকি এ ম্যাচে শুরুর একাদশে নামাবেন না স্কালোনি। সুযোগ দিতে চান অন্যদের। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপের আগে দল গড়ার জন্য সম্ভাব্য সব বিকল্পই দেখে নিতে চান কোচ লিওনেল স্কালোনি।