মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস দা সিনালোয়াকে কোচিং করিয়েছেন বছর খানেক। গত জুলাইতে দায়িত্ব ছেড়ে দেওয়ার পড় থেকে কার্যত বেকার আছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তবে এবার নিজের দেশে কোচিং করাতে ফিরলেন তিনি। আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার কোচ হয়েছেন ম্যারাডোনা
গত দুই যুগেরও বেশি সময় ধরে যা হয়নি, সেটা হতে যাচ্ছে। নিজের দেশে কোচিং করাতে ফিরেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার কোচ হয়েছেন এ ফুটবল কিংবদন্তি। নিজের কোচিং সহকারী হিসেবে আরেক কিংবদন্তি তারকা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে চেয়েছিলেন ম্যারাডোনা, কিন্তু বাতিস্তুতা সে প্রস্তাবে রাজি হননি।
ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা পরশু টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই জিমনাসিয়ার সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে চলমান আলাপ-আলোচনার কথা ভক্তদের জানান ম্যারাডোনা। মোরলার মতে, ম্যারাডোনা যে জিমনাসিয়ার কোচ হবেন, তা মোটামুটি আশি শতাংশ নিশ্চিত। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, ম্যারাডোনাও কোনো চুক্তিপত্রে সই করেননি। কাল বৃহস্পতিবার জিমনাসিয়ার কর্তাব্যক্তিদের সঙ্গে আবারও আলোচনায় বসেছিলেন ম্যারাডোনা। কালই নতুন কোচ নিয়োগের বাকি বিষয়গুলো চূড়ান্ত করেছে জিমনাসিয়া। আর ম্যারাডোনাও পেয়ে গেছেন নতুন চাকরি।
কোচের পদে ম্যারাডোনাকে বিবেচনা করার জন্য আর্জেন্টাইন কিংবদন্তি ধন্যবাদ জানিয়েছেন জিমনাসিয়ার কর্তাব্যক্তি ও সমর্থকদের, ‘কোচ হিসেবে আমার সফলতার কথা বিবেচনা করে তাঁরা যে আমাকে জিমনাসিয়ার কোচ হওয়ার যোগ্য মনে করেছেন, আমি সে জন্য কৃতজ্ঞ। আমার হৃদয় আবেগ ও ভালোবাসায় ভরে উঠেছে।’
সেই ১৯৯৫ সালে কিছুদিনের জন্য আর্জেন্টিনার রেসিং ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। এরপর আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হওয়া ছাড়াও সৌদির আল ওয়াসল ও ফুজাইরা ক্লাবের কোচ হয়েছিলেন তিনি। গত বছর থেকে দায়িত্বে ছিলেন মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস দে সিনালোয়ার। এক বছর দায়িত্বে থাকার পর হাঁটুর অস্ত্রোপচারের কারণে গত জুলাইয়ে দায়িত্ব ছেড়েছিলেন তিনি। এর পর থেকে বেকারই ছিলেন। জিমনাসিয়ার কারণে সে বেকারত্ব ঘুচছে তাঁর।
কিন্তু যে হাঁটুর সমস্যার কারণে দোরাদোস ছেড়েছিলেন, সে সমস্যা কি মিটেছে ম্যারাডোনার? হাঁটু কি সেরেছে? ম্যারাডোনা সেই ভিডিওতে নিজেই হেঁটে দেখিয়েছেন, এখন তিনি পুরোপুরি সুস্থ, ‘দেখ, দেখ, এই যে আমি হাঁটছি! তোমাদের কি মনে হয়, আমি কোচিং করানোর মতো সুস্থ নই? তোমরা জিমনাসিয়া ভক্তরা সবাই আমার হৃদয়ে আছ।’
এদিকে ম্যারাডোনার কোচিং স্টাফের সদস্য হওয়ার প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন আরেক কিংবদন্তি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ম্যারাডোনার যেমন হাঁটুর সমস্যা আছে, বাতিস্তুতার আছে গোড়ালির সমস্যা। ম্যারাডোনা তাঁর হাঁটুর সমস্যা থেকে আপাতত মুক্তি পেলেও, গোড়ালি-সমস্যা থেকে মুক্তি মেলেনি বাতিস্তুতার। আগামী ১৭ তারিখে সুইজারল্যান্ডে গোড়ালির অস্ত্রোপচার করাতে যাবেন বাতিস্তুতা, সে কারণে ম্যারাডোনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি, ব্যাপারটা তিনি টুইটারেই জানিয়েছেন, ‘ম্যারাডোনাকে ধন্যবাদ, আমাকে প্রস্তাবটা দেওয়ার জন্য, যে প্রস্তাবের জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করছিলাম। তবে আগামী ১৭ তারিখে আমি সুইজারল্যান্ডে গোড়ালির অস্ত্রোপচার করাতে যাচ্ছি। যে অস্ত্রোপচারের পর আমি হাঁটাহাঁটি করতে পারব না। কাজেই প্রস্তাবটা আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাঁর জন্য আমার অফুরন্ত শুভকামনা!’
আজ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের নতুন কোচ ম্যারাডোনাকে পরিচিত করিয়ে দেবে জিমনাসিয়া। আর্জেন্টিনার লিগ পয়েন্ট তালিকায় জিমনাসিয়ার অবস্থা বিশেষ ভালো না। অবনমনের ঝুঁকিতে আছে তাঁরা। ম্যারাডোনা কি পারবেন তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে?