প্যারাগুয়ের আসুনসিওনের এই হোটেলে গৃহবন্দী ছিলেন রোনালদিনহো।
প্যারাগুয়ের আসুনসিওনের এই হোটেলে গৃহবন্দী ছিলেন রোনালদিনহো।

‘অপরাধীর ছায়া নেই’, মুক্তি মিলেছে রোনালদিনহোর

পাঁচ মাস বন্দী থাকার পর অবশেষে মুক্তি মিলেছে ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহোর। পাসপোর্ট জাল করার অপরাধে গত মার্চে প্যারাগুয়েতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সোমবার আদালতের এক আদেশে মুক্তি মেলে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল ও বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলারের। প্রথম এক মাস কারাগারে ছিলেন তিনি। বাকি সময়টা অবশ্য প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের একটি হোটেলে গৃহবন্দী হিসেবে কাটিয়েছেন।

রোনালদিনহোর সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন তাঁর ভাই রবার্তো ডি আসিস মোরেইরা। গতকাল তাঁকেও কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। প্যারাগুইয়ান আদালতের বিচারক গুস্তাভো আমারিলা তাঁর আদেশে জানিয়েছেন, কারামুক্তির পর রোনালদিনহোর বিদেশ সফরে কোনো বাধা থাকবে না। তবে তিনি যদি তাঁর স্থায়ী ঠিকানা বদল করেন, তাহলে অবশ্যই আদালতকে জানাতে হবে।

প্যরাগুইয়ান আদালতে রোনালদিনহো।

গত ৪ মার্চ প্যারাগুয়ের একটি সংস্থা রোনালদিনহোকে আমন্ত্রণ জানিয়েছিল। উদ্দেশ্য ছিল আত্মজীবনীর প্রচারণা। কিন্তু জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণের অভিযোগে প্যারাগুইয়ান পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সঙ্গে ছিলেন তাঁর ভাই। এপ্রিল মাসে প্রায় ১৩ লাখ পাউন্ড জরিমানা দিয়ে কারাগারের অভিশাপ থেকে মুক্তি পান তাঁরা। তবে গৃহবন্দিত্ব এড়াতে পারেননি।

২০০২ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাজয়ে গুরুত্বপূর্ণ অবদান রোনালদিনহোর। বার্সেলোনার হয়ে ২০০৩–২০০৮ পর্যন্ত জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। দুইবার ফিফা বর্ষসেরা হয়েছেন, একবার জিতেছেন ব্যালন ডি’অর।

প্যারাগুইয়ান আদালত অবশ্য রোনালদিনহোর মধ্যে ‘অপরাধী’র কোনো ছায়া দেখতে পাননি বলেই জানিয়েছেন। তাঁদের মতে, ব্রাজিলীয় তারকা পাসপোর্ট নিজ হাতেও জাল করেননি। তবে তাঁর ভাই রবার্তো জাল পাসপোর্টের ব্যাপারটি জানতেন বলে মনে করেন আদালত। ভাইকে এখন থেকে নিয়মিতই রিও ডি জেনিরোর আদালতে হাজিরা দিতে হবে। রোনালদিনহো বিদেশে গেলে তাঁকে জানিয়ে যেতে হবে, কত দিনের জন্য তিনি যাচ্ছেন।

আসুনসিওনের সেই হোটেল থেকে রোনালদিনহোকে আদালতে নিয়ে যেতে পুলিশের গাড়ি।

ফুটবল মাঠের জাদুকরই ছিলেন রোনালদিনহো। ফিফার বর্ষসেরা হয়েছেন দুবার, ব্যালন ডি’অর জিতেছেন একবার। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে দুটি লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ জেতার গৌরবও আছে তাঁর। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা করতে গেলে রোনালদিনহোর নাম চলে আসে বারবারই।

তারকাখ্যাতির প্রতি সুবিচারটা ঠিক করতে পারেননি তিনি। বারবারই জড়িয়েছেন নানা ধরনের বিতর্কে। উদ্দাম জীবনযাত্রার কারণে দেউলিয়াও হয়েছেন। ২০১৮ সালের নভেম্বরে পর থেকে হারিয়ে ফেলেন ব্রাজিলীয় পাসপোর্ট। দেশটির লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাঁকে ২৩ লাখ ডলার জরিমানা করে পাসপোর্ট জব্দ করা হয়।