ঊরুর চোটটা এখনো ভোগাচ্ছে মেসিকে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগ ম্যাচটা নাও খেলতে পারেন তিনি
ভ্যালেন্সিয়ার স্প্যানিশ লেফটব্যাক টনি লাতোকে উঠতে বসতে দুয়ো দিতেই পারেন বার্সা সমর্থকেরা। লাতোর জঘন্য এক ট্যাকলের কারণেই তো এখনো শতভাগ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারছেন না লিওনেল মেসি! রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে এর সেমিফাইনাল প্রথম লেগের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও নিজের মতো খেলতে পারেননি মেসি। কোচ আর্নেস্তো ভালভার্দেও মেসিকে নিয়ে একদম ঝুঁকি নিতে চাচ্ছেন না। আর্জেন্টাইন তারকাকে পুরোপুরি সুস্থ করে তুলতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তাঁকে নাও খেলাতে পারেন ভালভার্দে।
বিলবাও ম্যাচকে সামনে রেখে হওয়া অনুশীলনে গতকাল মেসি অংশ নেননি। তবে বার্সা সমর্থকদের জন্য সুসংবাদ। হাঁটুর চোটের কারণে বহুদিন যাবৎ মাঠের বাইরে থাকা ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি অনুশীলনে ফিরেছেন। গতকাল দলের সঙ্গে হালকা অনুশীলন করেছেন তিনি। অনুশীলনে ফিরলেও বিলবাওয়ের সঙ্গে ম্যাচটা হয়তো মেসির মতো তিনিও খেলবেন না। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে লিওঁর বিপক্ষে মাঠে নামার দিকেই নজর তাঁর।
উমতিতি ফিরলেও চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলের ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার আর্থার মেলো। হামস্ট্রিংয়ের চোটে পড়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা খেলেই মাঠের বাইরে চলে গেছেন তিনি।