ফটো ফিচার

এমবাপ্পেকে হাকিমির মায়ের স্নেহের পরশ

অটোগ্রাফের দাবি মেটাচ্ছেন ইগা সিওনতেক। ট্রফি ও বল নিয়ে ইউরো ২০২৪-এর মাসকট আলবার্ট। অভিনেত্রী শবনম ফারিয়ার সঙ্গে জাহানারা আলম। স্নেহের আলিঙ্গনে এমবাপ্পে এবং স্ত্রীর সঙ্গে গনসালো রামোস। মাঠে ও মাঠের বাইরে ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি—
স্ত্রী ও টেনিস কিংবদন্তি স্টেফি গ্রাফের এ ছবির সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন আরেক টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি
২৬ মে জার্মান কাপের এই শিরোপার জন্য লড়বে লেভারকুসেন ও কাইজারস্লটার্ন। আজ শিরোপা মাঝে রেখে ছবি তুলেছেন দুই দলের অধিনায়ক জেন জিমার ও লুকাস রাডেকি
লিগ আঁর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্ত্রী মারগারিদা আমারালের সঙ্গে ক্যামেরাবন্দী হলেন পিএসজির পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস
একটি পুরস্কার অনুষ্ঠানে অভিনেত্রী শবনম ফারিয়ার সঙ্গে এভাবেই সেলফিবন্দী হলেন ক্রিকেটার জাহানারা আলম
ইউরো ২০২৪–এর ট্রফি ও বল নিয়ে এভাবেই পোজ দিয়েছে টুর্নামেন্টের মাসকট আলবার্ট। আজ মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রদর্শন করা হয়েছে ট্রফিটি
রোম ওপেনে ম্যাচ জয়ের পর ভক্তদের অটোগ্রাফের দাবি মেটাচ্ছেন পোলিশ টেনিস তারকা ইগা সিওনতেক
প্যারিসে কিলিয়ান এমবাপ্পের বিদায়বেলায় তাঁকে স্নেহের আলিঙ্গনে আবদ্ধ করলেন সতীর্থ আশরাফ হাকিমির মা