ফটো ফিচার

ক্যান্ডির সৌন্দর্যে মুগ্ধ মুশফিক–মিরাজ

টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে মোহাম্মদ হাফিজ। ৪০তম জন্মদিন পালন করেছেন শ্রীলঙ্কার পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। স্ত্রীকে খুশি রাখার টোটকা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা আর ক্যান্ডির সৌন্দর্যে মুগ্ধ মুশফিক-মিরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
সময়টা এখন জুড বেলিংহামের। মাঠের বাইরেও দারুণ আনন্দে আছেন এই ইংলিশ মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদ সতীর্থ ও বন্ধু এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে ছবিটা পোস্ট করেছেন তিনি নিজেই
আজ ৪০তম জন্মদিন পালন করেছেন শ্রীলঙ্কার পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। এই ছবি পোস্ট করে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ দিয়েছেন মালিঙ্গা
এই ছবিতে স্ত্রীকে খুশি রাখার টোটকা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা। লিখেছেন, ‘কীভাবে স্ত্রীকে খুশি রাখবেন? তাঁকে শপিংয়ে নিয়ে যান, তাঁর ব্যাগ বহন করুন এবং সব সময় হাসুন।’
আমি স্বপ্নের পেছনে ছুটি না, আমি লক্ষ্য পূরণ করি—এই ক্যাপশন দিয়ে ছবিটা পোস্ট করেছেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি
এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুত হচ্ছেন সূর্যকুমার যাদব। প্রস্তুতির ছবি পোস্ট করেছেন সূর্য নিজেই।
ইউএস মাস্টার্স টি ১০-এর টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে হাফিজ নিজেই পোস্ট করেছেন
ক্যান্ডির সৌন্দর্য উপভোগ করছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ছবিটা পোস্ট করেছেন মুশফিক। ক্যাপশনে লিখেছেন, ‘মাশাল্লাহ, কী সুন্দর দৃশ্য’।