রাজধানীর একটি হোটেলে উন্মোচিত হলো বিপিএল–২০২৫–এর মাসকট। জুলাই–আগস্ট আন্দোলনের আবহে ও অনুপ্রেরণায় আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখুন উল্লেখযোগ্য ছবি—
জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদএক সারিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। (বাঁ থেকে) নিগার সুলতানা, সালমা খাতুন, জাহানারা আলম, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেনঅনুষ্ঠানের একফাঁকে মুঠোফোনে কিছু একটায় মনোযোগী বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান ও সাবেক ক্রিকেটার নাসির আহমেদতিন নারী ক্রিকেটার জাহানারা, সালমা ও নিগারের সঙ্গে রেকর্ড ১৬ বারের টেনিস চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনুবিসিবি সভাপতি ফারুক আহমেদজাতীয় দলের ফুটবলার তপু বর্মণ ও ফয়সাল আহমেদঅনুষ্ঠানে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও, সঙ্গে বিসিবি পরিচালক মঞ্জুরুল আলমশিক্ষার্থীদের সঙ্গে নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীরামঞ্চে বিপিএল মাসকট ‘ডানা ৩৬’–এর পাশে ক্রিকেটার ও অতিথিরাজুলাই–আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে বিপিএল মাসকট ‘ডানা ৩৬’