বিপিএল মাসকট ‘ডানা ৩৬’
বিপিএল মাসকট ‘ডানা ৩৬’

ফটো ফিচার

তারার মেলায় বিপিএলের মাসকটের উন্মোচন

রাজধানীর একটি হোটেলে উন্মোচিত হলো বিপিএল–২০২৫–এর মাসকট। জুলাই–আগস্ট আন্দোলনের আবহে ও অনুপ্রেরণায় আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখুন উল্লেখযোগ্য ছবি—

জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
এক সারিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। (বাঁ থেকে) নিগার সুলতানা, সালমা খাতুন, জাহানারা আলম, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন
অনুষ্ঠানের একফাঁকে মুঠোফোনে কিছু একটায় মনোযোগী বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান ও সাবেক ক্রিকেটার নাসির আহমেদ
তিন নারী ক্রিকেটার জাহানারা, সালমা ও নিগারের সঙ্গে রেকর্ড ১৬ বারের টেনিস চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু
বিসিবি সভাপতি ফারুক আহমেদ
জাতীয় দলের ফুটবলার তপু বর্মণ ও ফয়সাল আহমেদ
অনুষ্ঠানে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও, সঙ্গে বিসিবি পরিচালক মঞ্জুরুল আলম
শিক্ষার্থীদের সঙ্গে নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা
মঞ্চে বিপিএল মাসকট ‘ডানা ৩৬’–এর পাশে ক্রিকেটার ও অতিথিরা
জুলাই–আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে বিপিএল মাসকট ‘ডানা ৩৬’