ফটো ফিচার

স্ত্রীর জন্মদিনে শোয়েবের কেক কাটার ছবি, আর ছেলের সঙ্গে সানিয়া

জন্মদিনের ছবি পোস্ট করেছেন শোয়েব মালিক। ছেলের সঙ্গে সানিয়া মির্জা। সৃষ্টিকর্তাকে এনদ্রিকের ধন্যবাদ। ভক্তের সেলফিতে রোনালদো আর বাস্কেটবল কোর্টে নেইমার। খেলার তারকাদের দিনের নির্বাচিত ছবি।
একদিকে উড়ছেন ব্রাজিল ফরোয়ার্ড এনদ্রিক, অন্যদিকে উড়ছে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেলার চুল। গতকাল ব্রাজিল–স্পেন ম্যাচে দেখা গেছে এমন দৃশ্য
পর্তুগাল–স্লোভেনিয়া ম্যাচটা মোটেই ভালো যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। এরপরও অবশ্য ভক্তের আবদার মেটাতে হয়েছে সেলফি তুলে
আইপিএলে সর্বোচ্চ রানের (২৭৭) রেকর্ড গড়ার পথে ৩৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হাইনরিখ ক্লাসেন
‘সৃষ্টিকর্তা তুমি অসাধারণ’— ব্রাজিলের হয়ে টানা দুই ম্যাচে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে গোল করে এনদ্রিকের কৃতজ্ঞতা
ছেলের সঙ্গে মায়ামিতে বাস্কেটবল ম্যাচ উপভোগ করতে গেছেস নেইমার
পোল্যান্ড ইউরোর মূল পর্বে জায়গা করার পর এভাবেই সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি
সন্তানকে স্কুলে দিয়ে আসা, ইফতার, টেনিস ক্লাস, প্রার্থনাসহ নানা পারিবারিক আবহে রমজানের সময়টা পার করছেন সানিয়া মির্জা। সপ্তাহের দৌড়ঝাঁপের ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভারতের টেনিস তারকা
দুই দিন আগে ছিল শোয়েব মালিকের স্ত্রী সানা জাভেদের জন্মদিন। জন্মদিনের কেক কাটার ছবি অবশ্য সানা পোস্ট করেছেন আজ। ক্যাপশনে লিখেছেন, ‘শুধু আমরা দুজন, সুন্দর এই জন্মদিন আয়োজনের জন্য ধন্যবাদ জামাই।’