তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
আবার প্রিমিয়ার লিগে ফেরার আনন্দ পিয়ের–এমেরিক অবামেয়াংয়ের। আর্সেনাল থেকে এ বছরেরই ফেব্রুয়ারিতে নাম লিখিয়েছিলেন বার্সেলোনায়। লা লিগার ক্লাবটিতে অভিযানের ইতি টেনেছেন সাত মাসেই। আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন চেলসির খেলোয়াড় হয়েসপরিবার রাইলি রুশো। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের এবারের গ্রীষ্মটা কেটেছে ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটে। সময়টা যে ভালো কেটেছে, স্ত্রী–সন্তানের সঙ্গে তোলা এ ছবি দিয়েই তা বুঝিয়ে দিয়েছেনইশান্ত শর্মার সঙ্গে শচীন টেন্ডুলকারের পুরোনো একটি ছবি। আজ ইশান্তের জন্মদিন। ভারতের পেস বোলারকে শুভেচ্ছা জানাতেই ছবিটি দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আগেই। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এখন ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার পাশাপাশি কাজ করেন ক্রিকেট–বিশ্লেষকের। এশিয়া কাপ টি–টোয়েন্টি টুর্নামেন্টের নানা বিষয় বিশ্লেষণ করতে জুটি বেঁধেছেন পাকিস্তানের নারী ক্রিকেটার সানা মিরের সঙ্গেএই প্রথমবারের মতো বিমানবাহী রণতরি তৈরি করেছে ভারত। এটা নিয়ে ভারতের আর সব নাগরিকের মতো গর্বিত ঋষভ পন্তও। রণতরির ছবিটি দিয়ে সেটাই জানিয়েছেন ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যানছন্দে ফেরার ইঙ্গিত বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই দিয়েছেন। হংকংয়ের বিপক্ষে অপরাজিত ছিলেন ৪৪ বলে ৫৯ রান করে। এরপর স্ত্রী আনুশকা শর্মাকেই হয়তো সবার আগে মনে পড়েছে তাঁর। আনুশকার ছবিটি দিয়ে লিখেছেন, ‘আমার ভালোবাসা।’ব্রাজিল মানেই ফুটবল। ছবিটি দিয়ে ব্রাজিলের একটি পতাকা আর ফুটবলের ইমোজি জুড়ে এটাই হয়তো বোঝাতে চেয়েছেন কাকা। একসময় ব্রাজিল দলের দুই সতীর্থ রবার্তো কার্লোস ও রোনালদিনিওর সঙ্গে কাকার দেখা হয়ে গেল ফুটসাল খেলতে গিয়ে