ফটো ফিচার

রশিদের ভেজা চোখ আর জর্জিয়ান রূপকথা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হারের পর হতাশায় মুষড়ে পড়েছেন আফগানিস্তানের খেলোয়াড়েরা। পর্তুগালকে হারিয়ে রূপকথা লিখেছে জর্জিয়া। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
ইউরোয় নিজেদের প্রথম দুই ম্যাচে গোল না পেলেও জিতেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। রোনালদো গোল পাননি গত রাতেও এবার পারেনি পর্তুগালও। জর্জিয়ার কাছে ২-০ ব্যবধানে হারের পর এমন বিষণ্নই দেখাচ্ছিল তাঁকে
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের আদর্শ মানেন। তাঁর খেলা দেখে বড় হয়েছেন। সেই খিচা কাভারাস্কেইয়া কাল রোনালদোর পর্তুগালের বিপক্ষে খেলেছেন। ম্যাচ চলাকালে হাতও মিলিয়েছেন
ইউরোয় আবির্ভাবেই চমক। জর্জিয়ানরা পৌঁছে গেছে নকআউট পর্বে। রূপকথা রচনার পর এভাবেই উদ্‌যাপন করেছেন গিওর্গি চাকভেতাদজে-খিচা কাভারাস্কেইয়ারা
গ্রুপের বাকি তিন দলের সঙ্গে পয়েন্ট সমান। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকায় বাদ পড়তে হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ফুটবলাররা ইউরো থেকে বিদায়ের হতাশায় যেন আরও বিধ্বস্ত হয়ে পড়েছেন
টানা দুই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ভেনেজুয়েলা। দলটির সমর্থকদের এমন উচ্ছ্বসিত হওয়াটাই তো স্বাভাবিক
ক্যানভাসে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের সেমিফাইনাল ফুটিয়ে তোলার চেষ্টায় এক চিত্রশিল্পী। আজ ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে
কাগিসো রাবাদার বলে বোল্ড মোহাম্মদ নবী। মুহূর্তটা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের দুর্দশারই প্রতিচ্ছবি
প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ দক্ষিণ আফ্রিকা সমর্থকদের
আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের সতীর্থ তাঁরা। তবে আজ দুজন ছিলেন প্রতিপক্ষ। ম্যাচ শেষে ডেভিড মিলারকে জড়িয়ে ধরে রশিদ খানের এই অভিনন্দন ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে যাওয়ার কথা
দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হারের পর হতাশ আফগান অধিনায়ক রশিদ খান (বাঁয়ে), ওপেনার ইব্রাহিম জাদরান (মাঝে) ও বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ
মাঠের দিকে অপলক তাকিয়ে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট, হতাশায় মুষড়ে পড়েছেন রশিদ খান। দুজনকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন পাশে কেউ ছিলেন না