ফটো ফিচার

কানের লালগালিচায় কুম্বলে আর সাব্বিরের নিজেকে চাঙা রাখার চেষ্টা

কানের লালগালিচায় সস্ত্রীক হাঁটার ছবি পোস্ট করেছেন ক্রিকেটার অনিল কুম্বলে। ক্রিকেটের ব্যস্ততার বাইরে নিজেকে সময় দিচ্ছেন সাব্বির রহমান। রাষ্ট্রদূতের জন্য ক্রিকেট ব্যাটে স্বাক্ষর করলেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার তারকাদের নির্বাচিত ছবি—
অবসরের সময়টা দারুণ কাটছে শচীন টেন্ডুলকারের। প্রায়ই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তি। এই ছবিটি পোস্ট করে শচীন লিখেছেন, ‘যাদের আমরা ভালোবাসি, তাদের জন্য চিয়ার্স।’
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তির সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ। গারেসত্তির জন্য ক্রিকেট ব্যাটে স্বাক্ষরও করে দিয়েছেন মিতালি
সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহালকে সঙ্গে নিয়ে বাচ্চাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন উইন্ডিজ ক্রিকেটার জেসন হোল্ডার। বাচ্চাদের কাছ থেকে দারুণ সব বার্তাও পেয়েছেন তাঁরা
আইপিএল ব্যস্ততার ফাঁকে বেঙ্গালুরু সতীর্থ দিনেশ কার্তিকের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। ফোনে দুজন একসঙ্গে দুষ্টু মন্তব্য দেখছেন বলে ক্যাপশনে লিখেছেন কার্তিক
একান্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটার সাব্বির রহমান। ক্যাপশনে লিখেছেন, ‘ব্যস্ত শহরে নিজেকে চাঙা করার চেষ্টা।’
স্ত্রীকে সঙ্গে নিয়ে কানের লালগালিচায় হেঁটে উচ্ছ্বসিত ভারতের স্পিন কিংবদন্তি ও সাবেক অধিনায়ক অনিল কুম্বলে