নেইমার
নেইমার

ফটো ফিচার

নেইমারের ছুটি, টের স্টেগানের বৈদ্যুতিক গাড়ি

ফিফা বিশ্বকাপ শুরু হতে ১০ দিনও বাকি নেই। চলছে অংশগ্রহণকারী দেশগুলোর চূড়ান্ত দল ঘোষণা। এ নিয়ে ফুটবলারদের মধ্যে ব্যাপক উত্তেজনা-রোমাঞ্চ। ওদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পথে। আছে খেলা থেকে অবসর নেওয়া ক্রীড়াবিদদের ব্যস্ততাও। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
স্ত্রী সোফিয়া বালবির জন্মদিনে তিন সন্তানসহ লুইস সুয়ারেজ। ছবিটি পোস্ট করে উরুগুইয়ান তারকা লিখেছেন, ‘আমার সুন্দরী রানি, তোমার জন্য খুব খুশি। একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করি। তোমাকে আমরা সীমাহীন ভালোবাসি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও এখনো মাঠে নামা হয়নি মোহাম্মদ হাসনাইনের। তবে পাকিস্তান দলের সঙ্গে অস্ট্রেলিয়ার শহর-নগর ঘোরার অভিজ্ঞতাটা মন্দ যাচ্ছে না। ছবিটি সিডনির
জ্যামাইকার প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ১২৫টি প্রিন্টার দিয়েছে উসাইন বোল্ট ফাউন্ডেশন। সেই সূত্রে স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে কথা বলেন কিংবদন্তি এই অ্যাথলেট। জ্যামাইকান এই শিশুদের অভিহিত করেছেন এক শব্দে- ‘ভবিষ্যৎ’।
মাঠের মানুষ, মাঠের ছবিই পোস্ট করেছেন। তবে আনসু ফাতির এই ছবির সঙ্গে মিশে আছে অন্যরকম অনুভূতি। আজই যে স্পেনের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার আনন্দ যে ফাতিকে বেশ ছুঁয়ে যাচ্ছে, সে তো ছবিই বলে দিচ্ছে
মাঠের ক্রিকেট ছাড়লেও খেলার আলোচনায় বেশ ভালোমতোই আছেন শোয়েব আখতার। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় নিয়মিতই ইউটিউব, টুইটারে লাইভ করেছেন। পাকিস্তান যখন বিশ্বকাপ ফাইনাল খেলার অপেক্ষায়, তখন কোথায় যাচ্ছেন শোয়েব? ‘আবারও প্রিয় মরুতে অবতরণ’। হ্যাশট্যাগে দিয়েছেন, দুবাই, শারজা
নতুন গাড়ি কিনেছেন আন্দ্রে-টের স্টেগান। বার্সেলোনার জার্মান গোলরক্ষকের এই গাড়িটি বিদ্যুৎ-চালিত। ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্যই ডিজাইন করা হয়েছে। একটি গাড়ি অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’
দেখেই বোঝা যাচ্ছে বেশ খোশমেজাজে আছেন নেইমার। কেন এমন মেজাজ—ক্যাপশনে ‘সেক্সটোউ’ লিখে সেটার কারণও অবশ্য জানিয়েছেন। সপ্তাহান্তের ছুটি শুরু হলে ব্রাজিলিয়ানরা যে অভিব্যক্তি প্রকাশ করেন, সেটিকেই ‘সেক্সটোউ’ বলে