স্ত্রী ও কন্যার সঙ্গে শচীন টেন্ডুলকার
স্ত্রী ও কন্যার সঙ্গে শচীন টেন্ডুলকার

ফটো ফিচার

‘বাঁকা হাসি’ হাসছেন কেন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে ঘুরে বেড়াচ্ছেন পরিবার নিয়ে। টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি আর মেয়ে সারা ভ্রমণ উপলক্ষে একই রঙের শার্ট বানিয়েছেন। ‘মাস্টার ব্লাস্টার’ দুজনের মধ্যে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসছেন। তাঁর শার্টের রং যে ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব ছবি দিয়েই খেলার দুনিয়ার তারকারা নিজেদের দৈনন্দিন জীবন তুলে ধরেন। তেমনই কয়েকটি ছবি নিয়ে আজকের এই ফটোফিচার...
পরিবারে নতুন সদস্য এসেছে প্যাট কামিন্সের। ইনস্টাগ্রামে সেই নতুন সদস্যের ছবি দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক
ক্রিকেটের পাশাপাশি বাস্কেটবল খেলাটাও ইমাম–উল–হকের খুব প্রিয়
দলছুট টেন্ডুলকার। স্ত্রী অঞ্জলি আর কন্যা সারার পরনে একই রঙের পোশাক। টেন্ডুলকারেরটা অন্য রকম হওয়ায় যেন দলছুট হয়ে বাঁকা হাসি হাসলেন। বেড়াতে গিয়ে এমনই একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন টেন্ডুলকার
এই ছবি পোস্ট করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উমর আকমল
নীল আকাশের নিচে প্রকৃতিটা দারুণ উপভোগ করছেন অনিল কুম্বলে
টমি হিলফিগারের নতুন মডেলের এই ঘড়ি ভালোই মানিয়েছে লিভারপুল তারকা থিয়াগো আলকান্ত্রাকে
পাকিস্তানের রাজনৈতিক সংঘাতের মধ্যেই পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী ওয়াহাব রিয়াজ নিজের কাজটা ঠিকঠাকই করে যাচ্ছেন
গুজরাট টাইটানসের নতুন জার্সিতে শুবমান গিল। আজ এই জার্সিতে খেলতে নেমেই হায়দরাবাদের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন
এভারটনকে হারানোর পরই আর্সেনালের হারের খবর শুনলেন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটিতে প্রথমবার খেলতে নেমেই গোলের সব রেকর্ড তো ভেঙেছেনই। লিগ জেতারও পথে আছেন
সময়টা মন্দ কাটছে না সাব্বির রহমানের