ফটো ফিচার

টেন্ডুলকারের চা–কফির প্রশ্ন আর আন্তোনেল্লার সঙ্গে মেসি

শচীন টেন্ডুলকার তাঁর ভক্তদের উদ্দেশে চা আর কফি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। অবসরে লিওনেল মেসি সময় কাটাচ্ছেন স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে। ক্রীড়া জগতের তারকাদের প্রতিদিনের ছবি নিয়ে আমাদের এই আয়োজন—
আপনি কফির মানুষ, নাকি চায়ের—ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন শচীন টেন্ডুলকার। নিজে কী পান করছেন, তা কিন্তু জানাননি
আবেদন বলে কথা—ইংল্যান্ডের এক ব্যাটসম্যানের বিরুদ্ধে পাকিস্তানের সাজিদ খান আর তাঁর সতীর্থদের আউটের আবেদন ছিল এ রকমই!
এই বলেই ভারতের ৭ উইকেট পেয়েছেন মিচেল স্যান্টনার, বলটি সংগ্রহে না রাখলে কী চলে!
ওয়াশিংটন সুন্দরের আরও একটি উইকেট, সরফরাজের উদ্দাম আনন্দ
ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদের বলে শট খেলতে গিয়ে চিবুকে লেগেছে বল। কেটে বের হচ্ছে রক্ত। পাকিস্তানের সাজিদ খানের সেবায় এগিয়ে এলেন আম্পায়ার
খেলা নেই, লিওনেল মেসির অবসর সময়। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে একটু সময় তো দেওয়াই যায়!