ফটো ফিচার

প্যারিসে মেসি–নেইমার পুনর্মিলনী আর নিউইয়র্কে এমবাপ্পে–হাকিমির অবকাশ

কেউ ছুটি থেকে ফিরছেন আর কেউ ছুটিতে যাচ্ছেন। পিএসজিতে সাম্প্রতিক দৃশ্যগুলো এমনই। বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে প্যারিসে ফিরেই বন্ধু নেইমারের সঙ্গে সময় কাটিয়েছেন মেসি। একই সময়ে একই ক্লাবের অন্য দুই বন্ধু এমবাপ্পে–হাকিমিকে দেখা গেছে নিউইয়র্কে ছুটি কাটাতে। আবার মেসির আরেক বন্ধু লুইস সুয়ারেজ গ্রেমিওর হয়ে আজ প্রথম অনুশীলন করেছেন। নিজেদের বিশেষ মুহূর্তের ছবি তাঁরা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটোফিচার—

মেয়ের জন্মদিন উদ্‌যাপন করছেন লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ। ক্যাপশনে লিখেছেন, ‘এক বছর আগে এই দিনে তুমি আমাদের জীবনে এসেছিলে। প্রতি দিন তুমি আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছ। তুমি আমাদের চোখের আলো’
এই ছবির সঙ্গে নিজেকে উপদেশও দিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। লিখেছেন, ‘নিজের জন্য উপদেশ হচ্ছে, ভোর ৪টা ৩০ মিনিটেও সানব্লক ব্যবহার করুন’
এই ছবি দিয়ে টেনিসের ‘ব্যাড বয়’–খ্যাত কিরিওস লিখেছেন, ‘২০২২ সালের সেরা ব্যাপার।’
গ্রেমিওতে যোগ দিয়ে আজই প্রথম অনুশীলন করেছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ
নিচের ছবির দুজনকে চিনতে কষ্ট হওয়ার কথা নয়। একজন উসমান খাজা এবং অন্যজন ডেভিড ওয়ার্নার। দুজনই অস্ট্রেলিয়ার ওপেন করেন। ওপরের দুজন হলেন তাঁদের বাবা। নিজেদের জুটির ছবির সঙ্গে বাবার ছবি পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘বাবা এবং সন্তানেরা। বছরের পর বছর বাবাদের স্নায়ু–উত্তেজনার দিন গেছে! কে ভেবেছিল আমরা এখনো সেটাই করে যাব যা আমরা ভালোবাসি। তারা এখনো সেই আগের মতোই স্নায়ু উত্তেজনা ভোগে’
চিনতে কি কষ্ট হচ্ছে? হতেই পারে। নাক–মুখ ঢাকা এই দুজনকে প্রথম ধাক্কায় চিনতে কষ্ট হওয়ারই কথা। তবে আপনি যদি ফুটবলের নিয়মিত দর্শক হন, তবে একটু মনোযোগ দিয়ে তাকালেই চিনতে পারবেন। এরা আর কেউ নন, দুই পিএসজি তারকা আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপ্পে। ক্লাব থেকে ছুটি নিয়ে নিউইয়র্কের রাস্তায় দারুণ কাটছে তাঁদের দিন
‘ওরেডো সেন্টারে আজকের দিনটি পুনর্মিলনী’—এই ক্যাপশন দিয়ে লিওনেল মেসির সঙ্গে নিজের অনুশীলনের ছবিটি পোস্ট করেছেন নেইমার। বিশ্বকাপ জয়ের পর বিরতি শেষে আজ পিএসজিতে যোগ দিয়ে মেসি পেয়েছেন গার্ড অব অনার