বার্গার হাতে রজার ফেদেরার
বার্গার হাতে রজার ফেদেরার

ফটো ফিচার

ফেদেরারের মজার বার্গার, জিদানের সেই বুটগুলো

টেনিসের বরপুত্র তিনি। খেলা ছেড়েছেন গত বছর। রজার ফেদেরার এখন মজাদার বার্গারে কামড় দিতেই পারেন। ইনস্টাগ্রামে বার্গার হাতেই ছবি দিলেন টেনিস কিংবদন্তি। এদিকে জিনেদিন জিদান যেন তাঁর বুটগুলো হাতে নিয়ে ডুব মেরেছেন নস্টালজিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খেলার তারকাদের এমন কিছু ছবি নিয়েই আজকের ফটোফিচার...
বন্ধু গ্রায়েম স্মিথের সঙ্গে আয়েশ করে একটু পানীয়তে চুমুক অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লির
বুটগুলো হাতে নিয়ে জিনেদিন জিদান নিশ্চয়ই ফিরে গেলেন সেই সোনালি দিনগুলোয়
সামনেই অনেক ব্যস্ততা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এরপর অ্যাশেজ। আপাতত স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটিয়ে অবসরের সর্বোচ্চ ব্যবহার অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের
খেলা ছেড়েছেন ফেদেরার। বার্গারে কামড় তিনি দিতেই পারেন
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলকে নেতৃত্ব দিচ্ছেন আইপিএলে। বেঙ্গালুরুর ছেলে লোকেশ রাহুল সে কারণেই লক্ষ্ণৌ শহরটা একটু ঘুরে দেখতে চাইলেন
কোথায় গিয়ে ‘রিলাক্স’ করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া
স্ত্রীর সঙ্গে রোমান্টিক এক ছবি যুজবেন্দ্র চাহালের
পিঠের চোটের কারণে ক্রিকেটের বাইরেই আছেন জশপ্রীত বুমরা। কেমন আছেন তিনি, তারই নমুনা দিলেন ইনস্টাগ্রামে