অলিম্পিক মশাল হাতে জিদান–নাদাল আর সেলিন ডিওনের কণ্ঠে গান
খেলা ডেস্ক
সিন নদীতে জাতীয় পতাকা হাতে বাংলাদেশ অলিম্পিক দলের মার্চপাস্ট। প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারে চোখধাঁধানো লেজার লাইট শো। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের উল্লেখযোগ্য মুহূর্তের কিছু ছবি নিয়েই এ আয়োজন—
প্যারিস অলিম্পিকে প্রায় সব ইভেন্ট ফ্রান্সের মূল ভূখণ্ডে হলেও সার্ফিং প্রতিযোগিতা হবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফরাসি পলিনেশিয়ার তাহিতির সমুদ্রসৈকত তিয়াহুপোওতে। মূল লড়াইয়ে নামার আগে সেখানে প্রস্তুতিতে ব্যস্ত জাপানি সার্ফার কনোর ও’লিয়ারিসিন নদীতে জাতীয় পতাকা হাতে বাংলাদেশ অলিম্পিক দলের মার্চপাস্টউদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর হাত নেড়ে দর্শকদের জবাব দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ (ডানে) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখউদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে সিন নদীর দুই পাড়ে জড়ো হন অসংখ্য মানুষপ্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ২০৬টি দেশের পতাকার প্রদর্শনী। সামনে ঘোড়সওয়াররা রকেট থেকে রঙিন ধোঁয়ার প্রদর্শনী সিন নদীর তীরে নাচের প্রদর্শনীর মাধ্যমে ফরাসি সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়ঝুম বৃষ্টি উপেক্ষা করেই চলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারে হয় চোখধাঁধানো লেজার লাইট শো অলিম্পিক ইতিহাসের সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ৫৯২ ক্রীড়াবিদ নিয়ে প্যারিসে যাওয়া দলটিকে এবারও ফেবারিট ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই বিশাল বহরের মার্চপাস্টও হয়েছে বিশাল নৌযানেঅলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আইফেল টাওয়ারে পারফর্ম করেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী সেলিন ডিওন টেনিস মহাতারকা রাফায়েল নাদালের হাতে অলিম্পিক মশাল তুলে দেন ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান