দুই পুত্রের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন মাহমুদউল্লাহ
দুই পুত্রের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন মাহমুদউল্লাহ

ফটো ফিচার

মাহমুদউল্লাহর শান্তির সময়, পুলিশ অফিসার মুশফিক–পুত্র

বাড়িতে বসে দুই ছেলের সঙ্গে দারুণ সময় কাটছে মাহমুদউল্লাহর। সময়টাকে তিনি ইনস্টাগ্রামে উল্লেখ করেছেন শান্তির। একই রকম শান্তির সময় কাটছে ভারতীয় ক্রিকেট দলের বাইরে থাকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের। নিজের সন্তানের সঙ্গে। মুশফিকুর রহিমের পুত্র পুলিশ অফিসার সেজেছে। মুশফিক সেই ছবিও দিয়েছেন ইনস্টাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের দৈনন্দিন জীবনের এমন অনেক কিছুই দেন খেলার দুনিয়ার তারকারা। সেখানে মিশে থাকে তাদের আনন্দ-বেদনার কাব্য। তেমনই কয়েকটি দৃশ্যপট উঠে এসেছে আমাদের আজকের ফটো ফিচারে—
ক্রিস্টিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের নতুন সাজ
শিশু সন্তানের সঙ্গে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। এমন মুহূর্তে তাঁর নিশ্চয়ই মনে হচ্ছে ঠাসা সূচির এই ক্রিকেট জগতে মাঝেমধ্যে জাতীয় দলের বাইরে থাকাটা মন্দ নয়
স্ত্রী ও সন্তানের সঙ্গে মার্নাস লাবুশানের আনন্দময় মুহূর্ত
শুবমান গিল কেবল দারুণ ব্যাটিংই করেন না, ‘ফটোজেনিক’ হিসেবেও তিনি দুর্দান্ত
শহরে নতুন এক পুলিশ কর্মকর্তার আবির্ভাব হয়েছে। ‘তিনি’ আর কেউ নন, মুশফিকুর রহিমের পুত্র
মাহমুদউল্লাহর শান্তির সময়। দুই শিশুপুত্রের সঙ্গে
পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানও ক্যামেরার সামনে দারুণ স্বাচ্ছন্দ্য