স্পেনের কিংবদন্তি জাভির মেয়ে প্রিন্সেস এশিয়া
স্পেনের কিংবদন্তি জাভির মেয়ে প্রিন্সেস এশিয়া

ফটো ফিচার

প্রিন্সেস এশিয়ার জন্মদিন, রোনালদো স্বাস্থ্যপরীক্ষায় ‘পাশ’

সৌদি আরবের ক্লাব আল নাসরে স্বাস্থ্য পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বার্সেলোনা তারকা আনসু ফাতি রোগাক্রান্ত শিশুদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে। জাভির মেয়ে এশিয়ার জন্মদিনও পালন করা হয়ে গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।

ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগ তাঁর ব্যাটিংয়ের মতোই আপন মেজাজ–মর্জিতে চলেন। আজ যেমন ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘না বেশি না কম, আপনারা যেমন ভাবেন, আমি তেমনই।’
বার্সেলোনা তারকা আনসু ফাতি বার্সেলোনা শহরের সান্ত পাউ হাসপাতালের শিশুদের দেখতে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এটি বিশেষ এক দিন।’
ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর ১০২ বছরে পা রাখল গতকাল। তা উদ্‌যাপন করতে মাঠে ছিলেন ক্রুজেইরো থেকে ইউরোপের ফুটবলে পা রাখা ব্রাজিলেরই কিংবদন্তি রোনালদো। এই ছবিটি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘এই ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বির রহমান বেশ পরিচিত মুখ। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার আজ ছবিটি পোস্ট করে অবশ্য কিছুই লেখেননি। ভক্তরা সেখানে তাঁকে জাতীয় দলে দেখার আশার কথা বলেছেন
বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের নিয়ে সৌদি আরবে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ ইনস্টাগ্রামে দুই সন্তানের এই ছবিটি পোস্ট করে জর্জিনা লিখেছেন, ‘ভালোবাসা।’
স্পেনের কিংবদন্তি জাভি হার্নান্দেজের মেয়ে প্রিন্সেস এশিয়া সাত বছরে পা রেখেছে। তাঁর জন্মদিন উদ্‌যাপনে এই ছবিটি পোস্ট করেন জাভি
ফর্মূলা ওয়ান তারকা ভ্যালটেরি বোটাস মাঝে–মধ্যেই গৃহপালিত প্রাণীদের সঙ্গে সময় কাটান। আজ এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ছাগলকে খাবার দিন।’
সৌদি আরবের ক্লাব আল নাসরে স্বাস্থ্যপরীক্ষা ভালোভাবে শেষ করে এই ছবিটি পোস্ট করেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাস্থ্যপরীক্ষায় ভালোভাবে উতরে গেছেন পর্তুগিজ তারকা