বোলিংয়ে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। হারারেতে ৭ আগস্ট হয়ে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ওই সময় ২ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। এ কারণেই জরিমানা দিতে হচ্ছে তামিম ইকবালের দলকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হয়। হারারেতে আগে ব্যাটিং করে ২৯০ রান করে বাংলাদেশ, জিম্বাবুয়ে সে লক্ষ্য টপকে যায় ৪৭.৩ ওভারের মধ্যেই। তবে বাংলাদেশ পিছিয়ে ছিল ২ ওভার।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন ফর্স্টার মুতিজোয়া ও ল্যাংটন রুসেরে। টেলিভিশন আম্পায়ার ছিলেন আইনো চাবি, চতুর্থ আম্পায়ার ছিলেন ক্রিস্টোফার ফিরি। নিয়ম অনুযায়ী, আম্পায়াররা অভিযোগ গঠন করেন, এরপর ম্যাচ রেফারি শাস্তি নির্ধারণ করেন।
বিশ্বকাপ সুপার লিগে মন্থর ওভার রেটের কারণে অবশ্য পয়েন্ট কাটা যাওয়ার নিয়মও আছে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি সুপার লিগের অংশ নয়, শুধু জরিমানা দিয়েই তাই পার পাচ্ছে বাংলাদেশ। এমনিতে সুপার লিগে ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এখন পর্যন্ত অবশ্য ওভারের মন্থরগতির কারণে পয়েন্ট কাটা যায়নি বাংলাদেশের।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে বাংলাদেশ। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ, হারারেতে যেটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টা ১৫ মিনিটে।